মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবার দেশটির নাগরিকদের ওপরই গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর এই অভিযোগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন কংগ্রেসের দুই সিনেটর রন ওয়াইডেন ও মার্টিন হেনরিক অভিযোগ করেন, সিআইএ সম্প্রতি ফাঁস হওয়া এক প্রকল্প ‘প্রিজমে’র আওতায় মার্কিনদের ওপর ‘গোপনে’ অবৈধ নজরদারি করেছে। গোয়েন্দা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে ওই দুই ডেমোক্র্যাট সিনেটর প্রকল্পটির বিস্তারিত প্রকাশের আহ্বান জানিয়েছেন।
১৯৪৭ সালের সিআইএ সনদ অনুসারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সিআইএর গুপ্তচরবৃত্তি নিষিদ্ধ। সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) প্রকৃতপক্ষে বিদেশে মিশন পরিচালনার জন্য তৈরি।
কিন্তু ২০১৩ সালে মার্কিন গোয়েন্দারা ইন্টারনেট ও ফোনে নজরদারি করে জনসাধারণের তথ্য সংগ্রহ করছে এমন একটি প্রকল্পের কথা ফাঁস করেছিলেন সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। স্নোডেন ফাঁসের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটি বিশ্লেষণ প্রকাশ করে। সেই বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ সাধারণ আমেরিকান এবং তাঁরা মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নজরদারির শিকার হয়েছিলেন।
তবে প্রতিষ্ঠানদ্বয়ের শীর্ষ কর্মকর্তারা—তাঁরা জেনেশুনেই জনসাধারণের তথ্য সংগ্রহ করেছেন এমন দাবি অস্বীকার করেছেন।
‘প্রিজম’ নামে পরিচিত এই প্রকল্প পরে মার্কিন আদালতে বেআইনি বলে ঘোষিত হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবার দেশটির নাগরিকদের ওপরই গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর এই অভিযোগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন কংগ্রেসের দুই সিনেটর রন ওয়াইডেন ও মার্টিন হেনরিক অভিযোগ করেন, সিআইএ সম্প্রতি ফাঁস হওয়া এক প্রকল্প ‘প্রিজমে’র আওতায় মার্কিনদের ওপর ‘গোপনে’ অবৈধ নজরদারি করেছে। গোয়েন্দা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে ওই দুই ডেমোক্র্যাট সিনেটর প্রকল্পটির বিস্তারিত প্রকাশের আহ্বান জানিয়েছেন।
১৯৪৭ সালের সিআইএ সনদ অনুসারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সিআইএর গুপ্তচরবৃত্তি নিষিদ্ধ। সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) প্রকৃতপক্ষে বিদেশে মিশন পরিচালনার জন্য তৈরি।
কিন্তু ২০১৩ সালে মার্কিন গোয়েন্দারা ইন্টারনেট ও ফোনে নজরদারি করে জনসাধারণের তথ্য সংগ্রহ করছে এমন একটি প্রকল্পের কথা ফাঁস করেছিলেন সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। স্নোডেন ফাঁসের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটি বিশ্লেষণ প্রকাশ করে। সেই বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ সাধারণ আমেরিকান এবং তাঁরা মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নজরদারির শিকার হয়েছিলেন।
তবে প্রতিষ্ঠানদ্বয়ের শীর্ষ কর্মকর্তারা—তাঁরা জেনেশুনেই জনসাধারণের তথ্য সংগ্রহ করেছেন এমন দাবি অস্বীকার করেছেন।
‘প্রিজম’ নামে পরিচিত এই প্রকল্প পরে মার্কিন আদালতে বেআইনি বলে ঘোষিত হয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে