করোনা টিকা নেওয়ার জন্য কানাডা সরকার তার নাগরিকদের ক্রমাগতভাবে উৎসাহিত করছে। কিন্তু এরপরও এখনো অনেকেই টিকা নেননি। তাই এবার টিকা না নিলে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার কুইবেক রাজ্য প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া লেগোঁ বলেন, যাঁরা করোনার অন্তত এক ডোজ টিকা নেবেন না, তাঁদের কর পরিশোধ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, কর এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। আর এটি আরোপ হলে এটিই হবে টিকা না নেওয়ার কারণে কোনো দেশের অর্থনৈতিকভাবে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কুইবেক রাজ্যে। এখনো রাজ্যটি করোনা প্রতিরোধে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো প্রায় ১২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত কুইবেকের প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন। বাকিরা এখনো টিকা নেননি।
এর আগে গত সপ্তাহে প্রদেশটি ঘোষণা দেয় যে, সরকারি অনুমোদনপ্রাপ্ত গাঁজা এবং মদের দোকানে কেনাকাটা করার জন্য করোনা টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউও চালু রয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার পর্যন্ত কুইবেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন।
করোনা টিকা নেওয়ার জন্য কানাডা সরকার তার নাগরিকদের ক্রমাগতভাবে উৎসাহিত করছে। কিন্তু এরপরও এখনো অনেকেই টিকা নেননি। তাই এবার টিকা না নিলে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার কুইবেক রাজ্য প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া লেগোঁ বলেন, যাঁরা করোনার অন্তত এক ডোজ টিকা নেবেন না, তাঁদের কর পরিশোধ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, কর এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। আর এটি আরোপ হলে এটিই হবে টিকা না নেওয়ার কারণে কোনো দেশের অর্থনৈতিকভাবে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কুইবেক রাজ্যে। এখনো রাজ্যটি করোনা প্রতিরোধে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো প্রায় ১২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত কুইবেকের প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন। বাকিরা এখনো টিকা নেননি।
এর আগে গত সপ্তাহে প্রদেশটি ঘোষণা দেয় যে, সরকারি অনুমোদনপ্রাপ্ত গাঁজা এবং মদের দোকানে কেনাকাটা করার জন্য করোনা টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউও চালু রয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার পর্যন্ত কুইবেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫