অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার সকালে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথাগুলো পোস্ট করেছেন। এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এমন কোনো উদ্যোগ বাস্তবায়িত হলে সেটি ট্রাম্পের আগের নীতির পুরোপুরি বিপরীত হবে। কারণ, ২০১৮ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্ত করার মাধ্যমে ইরানকে ‘অর্থের লাইফলাইন’ দেওয়া হয়েছিল।
ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলো, আমি ইরানকে কিছুই দিচ্ছি না। ওবামার মতো না, যে পারমাণবিক অস্ত্রের পথ খুলে দেওয়া জেসিপিওএর আওতায় ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল (যেটার মেয়াদ এখন শেষ হয়ে যেত)। আমি ইরানের সঙ্গে কোনো আলাপ করছি না, কারণ, আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’
প্রসঙ্গত, ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস কুনস সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য। গত সপ্তাহে তিনি এমএসএনবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সময়োপযোগী নয়।
কুনস বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার পেশাদারদের কাজকে রাজনীতির হাতিয়ার বানানো ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে, পুরো কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, সেটা আমার কাছে যথেষ্ট অগ্রহণযোগ্য ও সময়ের আগের দাবি মনে হয়েছে।’
কুনস আরও বলেন, ‘কোন কোন স্থাপনা ও সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে আরও নির্ভুল ও বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার সকালে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথাগুলো পোস্ট করেছেন। এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এমন কোনো উদ্যোগ বাস্তবায়িত হলে সেটি ট্রাম্পের আগের নীতির পুরোপুরি বিপরীত হবে। কারণ, ২০১৮ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্ত করার মাধ্যমে ইরানকে ‘অর্থের লাইফলাইন’ দেওয়া হয়েছিল।
ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলো, আমি ইরানকে কিছুই দিচ্ছি না। ওবামার মতো না, যে পারমাণবিক অস্ত্রের পথ খুলে দেওয়া জেসিপিওএর আওতায় ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল (যেটার মেয়াদ এখন শেষ হয়ে যেত)। আমি ইরানের সঙ্গে কোনো আলাপ করছি না, কারণ, আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’
প্রসঙ্গত, ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস কুনস সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য। গত সপ্তাহে তিনি এমএসএনবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সময়োপযোগী নয়।
কুনস বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার পেশাদারদের কাজকে রাজনীতির হাতিয়ার বানানো ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে, পুরো কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, সেটা আমার কাছে যথেষ্ট অগ্রহণযোগ্য ও সময়ের আগের দাবি মনে হয়েছে।’
কুনস আরও বলেন, ‘কোন কোন স্থাপনা ও সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে আরও নির্ভুল ও বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে