যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই হতাহতের ঘটান ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন—জেমস মুয়েলার (৭৬) এবং ডোনা মুয়েলার (৭৫)। তাঁরা দুজনই উইসকনসিনের বাসিন্দা। বজ্রপাতের ঘটনাটি ঘটে হোয়াইট হাউস লাগোয়া লাফায়েত পার্কে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওয়াশিংটনের অগ্নি নির্বাপণ বিভাগ এবং জরুরি চিকিৎসা সেবা বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পার্ক পুলিশ এবং সাদা পোশাকে থাকা গোয়েন্দা কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই চারজনের সহায়তায় এগিয়ে যান। স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, ওই চারজনই গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তার মধ্যে দুজন পরে মারা যান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, ‘লাফায়েত পার্কে বজ্রপাতে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা। যারা এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের জন্যও প্রার্থনা।’
ওয়াশিংটন গত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বেশ বজ্রঝড়ের মুখোমুখিও হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই হতাহতের ঘটান ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন—জেমস মুয়েলার (৭৬) এবং ডোনা মুয়েলার (৭৫)। তাঁরা দুজনই উইসকনসিনের বাসিন্দা। বজ্রপাতের ঘটনাটি ঘটে হোয়াইট হাউস লাগোয়া লাফায়েত পার্কে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওয়াশিংটনের অগ্নি নির্বাপণ বিভাগ এবং জরুরি চিকিৎসা সেবা বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পার্ক পুলিশ এবং সাদা পোশাকে থাকা গোয়েন্দা কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই চারজনের সহায়তায় এগিয়ে যান। স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, ওই চারজনই গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তার মধ্যে দুজন পরে মারা যান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, ‘লাফায়েত পার্কে বজ্রপাতে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা। যারা এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের জন্যও প্রার্থনা।’
ওয়াশিংটন গত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বেশ বজ্রঝড়ের মুখোমুখিও হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫