পর্নো তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালত একটি ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন। তাঁকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং দেওয়া হয়েছে ‘শর্তহীন মুক্তি’।
শুক্রবার (১০ জানুয়ারি) নিউইয়র্কের বিচারক হুয়ান মারচান এ রায় ঘোষণা করেন।
ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। মুখ বন্ধ করতে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার এই মামলায় আইন অনুযায়ী তাঁর সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারত। তবে শর্তহীন মুক্তি হলো এমন একটি দণ্ড, যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করা হলেও তাঁর ওপর কোনো নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করা হয় না।
মামলার অভিযোগে বলা হয়, ট্রাম্পের সঙ্গে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের যৌন সম্পর্ক ছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দেন ট্রাম্প। তবে ঘুষের এই তথ্য তিনি তাঁর ব্যবসায়িক নথিতে উল্লেখ করেননি। এ ঘটনায় গত বছরের মে মাসে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক মারচান বলেন, ট্রাম্পকে দেওয়া এই দণ্ড যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল। তিনি আরও জানান, আদালত এমন একটি অনন্য ও গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ওপর আইনগতভাবে হস্তক্ষেপ না করেই শাস্তি দেওয়া সম্ভব হয়েছে।
রায়ের সময় ট্রাম্প ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন। শর্তহীন মুক্তি ঘোষণার আগে তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। নিউইয়র্ক ও এখানকার বিচার ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই মামলাটি আমার সুনাম ক্ষুণ্ন করে নির্বাচনে পরাজিত করার জন্য করা হয়েছে।’
রায়ের বিরুদ্ধে রিপাবলিকান পার্টি উচ্চ আদালতে আপিল করেছিল এবং ট্রাম্পের আইনজীবী সাজা স্থগিতের আবেদন জানিয়েছিলেন। তবে নিউইয়র্কের সহযোগী বিচারপতি এলেন জেসমার সেই আবেদন খারিজ করে দেন। ট্রাম্প বারবার দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে।
রায়ের দিন ম্যানহাটন আদালতের বাইরে ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা জড়ো হন। সমর্থকেরা ট্রাম্পের নামে ব্যানার নিয়ে অবস্থান করেন, আর বিরোধীদের হাতে ছিল ‘ট্রাম্প দোষী’ লেখা প্ল্যাকার্ড।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক চার বছর আগে, একই দিনে ২০২০ সালের নির্বাচনের পর ট্রাম্পের আহ্বানে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তাঁর সমর্থকেরা। সেই হামলায় উসকানি দেওয়ার মামলায় অবশ্য ট্রাম্পকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালত একটি ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন। তাঁকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং দেওয়া হয়েছে ‘শর্তহীন মুক্তি’।
শুক্রবার (১০ জানুয়ারি) নিউইয়র্কের বিচারক হুয়ান মারচান এ রায় ঘোষণা করেন।
ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। মুখ বন্ধ করতে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার এই মামলায় আইন অনুযায়ী তাঁর সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারত। তবে শর্তহীন মুক্তি হলো এমন একটি দণ্ড, যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করা হলেও তাঁর ওপর কোনো নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করা হয় না।
মামলার অভিযোগে বলা হয়, ট্রাম্পের সঙ্গে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের যৌন সম্পর্ক ছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দেন ট্রাম্প। তবে ঘুষের এই তথ্য তিনি তাঁর ব্যবসায়িক নথিতে উল্লেখ করেননি। এ ঘটনায় গত বছরের মে মাসে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক মারচান বলেন, ট্রাম্পকে দেওয়া এই দণ্ড যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল। তিনি আরও জানান, আদালত এমন একটি অনন্য ও গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ওপর আইনগতভাবে হস্তক্ষেপ না করেই শাস্তি দেওয়া সম্ভব হয়েছে।
রায়ের সময় ট্রাম্প ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন। শর্তহীন মুক্তি ঘোষণার আগে তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। নিউইয়র্ক ও এখানকার বিচার ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই মামলাটি আমার সুনাম ক্ষুণ্ন করে নির্বাচনে পরাজিত করার জন্য করা হয়েছে।’
রায়ের বিরুদ্ধে রিপাবলিকান পার্টি উচ্চ আদালতে আপিল করেছিল এবং ট্রাম্পের আইনজীবী সাজা স্থগিতের আবেদন জানিয়েছিলেন। তবে নিউইয়র্কের সহযোগী বিচারপতি এলেন জেসমার সেই আবেদন খারিজ করে দেন। ট্রাম্প বারবার দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে।
রায়ের দিন ম্যানহাটন আদালতের বাইরে ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা জড়ো হন। সমর্থকেরা ট্রাম্পের নামে ব্যানার নিয়ে অবস্থান করেন, আর বিরোধীদের হাতে ছিল ‘ট্রাম্প দোষী’ লেখা প্ল্যাকার্ড।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক চার বছর আগে, একই দিনে ২০২০ সালের নির্বাচনের পর ট্রাম্পের আহ্বানে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তাঁর সমর্থকেরা। সেই হামলায় উসকানি দেওয়ার মামলায় অবশ্য ট্রাম্পকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫