ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এবার নিরাপত্তার চাদরে মোড়ানো পেন্টাগনের বাইরেই ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় এক মার্কিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সিএনএন–এর খবরে বলা হয়–মঙ্গলবার সকালে পেন্টাগন ভবনের বাইরেই একটি মেট্রোরেল প্ল্যাটফর্মে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট। দুটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে অপর এক পুলিশ সদস্য ওই ব্যক্তিটিকে গুলি করে হত্যা করে। এ সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে, সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তিটির পরিচয়ও জানা গেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম অস্টিন ল্যাঞ্জ। তিনি জর্জিয়ার বাসিন্দা। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন অস্টিন। কিন্তু সেই বছরের নভেম্বরেই তিনি প্রশাসনিকভাবে বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
পেন্টাগন নিরাপত্তা বাহিনীর প্রধান উডরো কুজি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দুর্ঘটনাটি সম্পর্কে একটি রেডিও বার্তা পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক এই ঘটনাটিতে হঠাৎ করেই থমকে গিয়েছিল পেন্টাগন।
কুজি জানান, ঘটনাটির পরম্পরায় পেন্টাগন এলাকায় লকডাউন জারি করা হয়। যদিও এই লকডাউন এক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। ঘটনাটিতে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছে এখন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এবার নিরাপত্তার চাদরে মোড়ানো পেন্টাগনের বাইরেই ঘটেছে গোলাগুলির ঘটনা। এ ঘটনায় এক মার্কিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বরাতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সিএনএন–এর খবরে বলা হয়–মঙ্গলবার সকালে পেন্টাগন ভবনের বাইরেই একটি মেট্রোরেল প্ল্যাটফর্মে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট। দুটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে অপর এক পুলিশ সদস্য ওই ব্যক্তিটিকে গুলি করে হত্যা করে। এ সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে, সন্দেহভাজন হিসেবে নিহত ব্যক্তিটির পরিচয়ও জানা গেছে। ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম অস্টিন ল্যাঞ্জ। তিনি জর্জিয়ার বাসিন্দা। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন অস্টিন। কিন্তু সেই বছরের নভেম্বরেই তিনি প্রশাসনিকভাবে বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
পেন্টাগন নিরাপত্তা বাহিনীর প্রধান উডরো কুজি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে দুর্ঘটনাটি সম্পর্কে একটি রেডিও বার্তা পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিক এই ঘটনাটিতে হঠাৎ করেই থমকে গিয়েছিল পেন্টাগন।
কুজি জানান, ঘটনাটির পরম্পরায় পেন্টাগন এলাকায় লকডাউন জারি করা হয়। যদিও এই লকডাউন এক ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। ঘটনাটিতে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া এ ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছে এখন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে