ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন, ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় রোধে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। একই সঙ্গে তিনি হামাসকেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কমলা হ্যারিসের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল গাজায় যা করছে তার জন্য কড়া ভাষায় তিরস্কার করেছেন। তবে মৌখিক তিরস্কার করলেও দেশটিতে সাহায্য দেওয়া অব্যাহত রেখেছে দেশটি। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বিশেষ করে জাতিসংঘে ইসরায়েলকে সমর্থন করেই যাচ্ছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সেলমার এডমুন্ড পিটাস ব্রিজ এলাকায় একটি অনুষ্ঠানে গতকাল রোববার দেওয়া এক ভাষণে কমলা হ্যারিস এ কথা বলেন। তিনি সেখানে গাজায় শিগগির ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান এবং হামাসকেও যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান।
ইসরায়েলের কড়া সমালোচনা করে কমলা হ্যারিস বলেন, ‘গাজার লোকেরা খাবার না পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেখান পরিস্থিতি অমানবিক এবং সমগ্র মানবতা আমাদের কিছু করার জন্য বাধ্য করছে।’ তিনি আরও বলেন, ‘গাজায় যাতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে ইসরায়েল সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। কোনো অজুহাত চলবে না।’
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ৮ ফেব্রুয়ারি বলেছিলেন, ইসরায়েল গাজা যা করছে তা মাত্রা ছাড়িয়েছে। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, আপনি জানেন—গাজায়, গাজা উপত্যকায় (হামাসের ৭ অক্টোবরের হামলার বিপরীতে ইসরায়েলি) প্রতিক্রিয়া মাত্রা ছাড়িয়েছে।’ সে সময় তিনি জানান, একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছেন তিনি।
তার আগে, ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছিলেন, ‘গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে গাজার সিংহভাগ মানুষের কোনো সম্পর্ক নেই। গাজার অনেক পরিবারের বেঁচে থাকা নির্ভর করে ইসরায়েলি সহায়তার ওপর।’
ফিলিস্তিনিদের ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, ‘তারাও তো আমাদেরই পরিবারের মতো। তারাও আমাদের মা, বাবা, ছেলে ও মেয়ের মতো। যারা ভালো জীবিকা অর্জন করতে চায়, বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় এবং স্বাভাবিক জীবন যাপন করতে চায়। তাদের প্রকৃত পরিচয়ই এটা।’
ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন, ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় রোধে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। একই সঙ্গে তিনি হামাসকেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কমলা হ্যারিসের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল গাজায় যা করছে তার জন্য কড়া ভাষায় তিরস্কার করেছেন। তবে মৌখিক তিরস্কার করলেও দেশটিতে সাহায্য দেওয়া অব্যাহত রেখেছে দেশটি। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বিশেষ করে জাতিসংঘে ইসরায়েলকে সমর্থন করেই যাচ্ছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সেলমার এডমুন্ড পিটাস ব্রিজ এলাকায় একটি অনুষ্ঠানে গতকাল রোববার দেওয়া এক ভাষণে কমলা হ্যারিস এ কথা বলেন। তিনি সেখানে গাজায় শিগগির ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান এবং হামাসকেও যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান।
ইসরায়েলের কড়া সমালোচনা করে কমলা হ্যারিস বলেন, ‘গাজার লোকেরা খাবার না পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেখান পরিস্থিতি অমানবিক এবং সমগ্র মানবতা আমাদের কিছু করার জন্য বাধ্য করছে।’ তিনি আরও বলেন, ‘গাজায় যাতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে ইসরায়েল সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। কোনো অজুহাত চলবে না।’
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ৮ ফেব্রুয়ারি বলেছিলেন, ইসরায়েল গাজা যা করছে তা মাত্রা ছাড়িয়েছে। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, আপনি জানেন—গাজায়, গাজা উপত্যকায় (হামাসের ৭ অক্টোবরের হামলার বিপরীতে ইসরায়েলি) প্রতিক্রিয়া মাত্রা ছাড়িয়েছে।’ সে সময় তিনি জানান, একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছেন তিনি।
তার আগে, ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছিলেন, ‘গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে গাজার সিংহভাগ মানুষের কোনো সম্পর্ক নেই। গাজার অনেক পরিবারের বেঁচে থাকা নির্ভর করে ইসরায়েলি সহায়তার ওপর।’
ফিলিস্তিনিদের ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, ‘তারাও তো আমাদেরই পরিবারের মতো। তারাও আমাদের মা, বাবা, ছেলে ও মেয়ের মতো। যারা ভালো জীবিকা অর্জন করতে চায়, বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় এবং স্বাভাবিক জীবন যাপন করতে চায়। তাদের প্রকৃত পরিচয়ই এটা।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫