যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ‘কোনো এক সময়’ প্রত্যাহার করা হবে। ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এল যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। এই যোগাযোগের মধ্যে আছে ইউক্রেনে যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনা, ওয়াশিংটন ও মস্কোতে দূতাবাস পুনরায় চালু করা এবং অর্থনৈতিক সহযোগিতা পুনরুদ্ধারের প্রচেষ্টা।
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমরা কারও ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করিনি...আমি মনে করি, কোনো এক সময় তা করা হবে, তবে এখনই নয়। এই মুহূর্তে আমরা কারও ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হইনি।’
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যাপক চাপের মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাইডেন প্রশাসন ও যুক্তরাজ্য রাশিয়ার তেল খাতের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করে। এতে রুশ ‘ছায়া নৌবহরের’ প্রায় ২০০টি জাহাজ, প্রধান তেল কোম্পানি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল গত ১০ জানুয়ারি এসব নিষেধাজ্ঞা ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা এরই মধ্যে বৈশ্বিক তেল বাজারে প্রভাব ফেলেছে। অপরিশোধিত ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৫ ডলার বেড়ে গেছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি না করেন, তবে তিনি সম্ভবত রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দল এ বিষয়ে দুটি প্রধান নীতিগত পন্থা বিবেচনা করছে।
প্রথম প্রস্তাবনা অনুযায়ী, যুদ্ধের সমাধানের সম্ভাবনা থাকলে, নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ তেল উৎপাদনকারীদের জন্য কিছু সুবিধা দেওয়ার মাধ্যমে শান্তি আলোচনাকে উৎসাহিত করা যেতে পারে। দ্বিতীয় বিকল্পটি হলো—নিষেধাজ্ঞা আরও জোরদার করে মস্কোর ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা, যাতে রাশিয়ার ওপর মার্কিন কূটনৈতিক প্রভাব আরও বাড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ‘কোনো এক সময়’ প্রত্যাহার করা হবে। ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এল যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। এই যোগাযোগের মধ্যে আছে ইউক্রেনে যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনা, ওয়াশিংটন ও মস্কোতে দূতাবাস পুনরায় চালু করা এবং অর্থনৈতিক সহযোগিতা পুনরুদ্ধারের প্রচেষ্টা।
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমরা কারও ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করিনি...আমি মনে করি, কোনো এক সময় তা করা হবে, তবে এখনই নয়। এই মুহূর্তে আমরা কারও ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হইনি।’
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যাপক চাপের মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাইডেন প্রশাসন ও যুক্তরাজ্য রাশিয়ার তেল খাতের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করে। এতে রুশ ‘ছায়া নৌবহরের’ প্রায় ২০০টি জাহাজ, প্রধান তেল কোম্পানি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল গত ১০ জানুয়ারি এসব নিষেধাজ্ঞা ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা এরই মধ্যে বৈশ্বিক তেল বাজারে প্রভাব ফেলেছে। অপরিশোধিত ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৫ ডলার বেড়ে গেছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি না করেন, তবে তিনি সম্ভবত রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দল এ বিষয়ে দুটি প্রধান নীতিগত পন্থা বিবেচনা করছে।
প্রথম প্রস্তাবনা অনুযায়ী, যুদ্ধের সমাধানের সম্ভাবনা থাকলে, নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ তেল উৎপাদনকারীদের জন্য কিছু সুবিধা দেওয়ার মাধ্যমে শান্তি আলোচনাকে উৎসাহিত করা যেতে পারে। দ্বিতীয় বিকল্পটি হলো—নিষেধাজ্ঞা আরও জোরদার করে মস্কোর ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা, যাতে রাশিয়ার ওপর মার্কিন কূটনৈতিক প্রভাব আরও বাড়ানো যায়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে