যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই।
যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।
যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।
যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই।
যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।
যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫