অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে সংঘাতের এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দুই দেশের এই সামরিক দ্বৈরথ ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইরানের যেসব স্থানে হামলা করেছে ইসরায়েল
আজ সারা দিন ইরান থেকে আসা খবরে জানা গেছে, ইসরায়েল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সেগুলো হলো—
ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা: ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এটি ইসরায়েলের টানা তৃতীয় দিনের মতো ইরানের ভেতরে হামলা।
শিরাজ ও অন্যান্য স্থান: শিরাজ শহরে একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালানো হয়েছে। আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ছাড়া ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে।
কেরমানশাহে ঘোড়ার আস্তাবল: কেরমানশাহে দুটি ঘোড়া প্রজনন আস্তাবলে ইসরায়েলের হামলায় ৫০-৬০টি ঘোড়ার মৃত্যু হয়েছে বলে আইএসএনএ (আইএসএনএ) সংবাদ সংস্থার প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরানের তেল ডিপো: গতকাল রাতে তেহরানে তেলের ডিপোগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে কিছু রিপোর্টে বলা হয়েছিল, তেল শোধনাগার কেন্দ্রে আঘাত হানা হয়েছে, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি জ্বালানি ডিপো। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ইরান জানিয়েছে, সেখানে শোধনাগারে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
ইসরায়েলের যেসব স্থানে ইরানের পাল্টা হামলা
ইরানে ইসরায়েলের হামলার পরপরই ইরান পাল্টাব্যবস্থা নিয়েছে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে:
১০ জন নিহত, বহু আহত: মেডিকস ও গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
লক্ষ্যবস্তু: আল-জাজিরার সনদ সংস্থার যাচাই করা তথ্য অনুযায়ী, ইসরায়েলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি তেলক্ষেত্রে হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হাইফা ও বাত ইয়ামের মতো শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাত ইয়ামে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেয়র জানিয়েছেন, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
এদিকে ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে কঠোর বিবৃতি এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সকালে বলেছেন, ইসরায়েল যত দিন হামলা চালিয়ে যাবে, ইরানও তত দিন তাদের জবাব দেবে। এ থেকে বোঝা যায়, উভয় পক্ষ চাইলে পরিস্থিতি শান্ত হতে পারে। কিন্তু বর্তমানে পরিস্থিতি তার থেকে অনেক দূরে।
এই অভূতপূর্ব সংঘাত মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিতে পারে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দুই দেশের এই সামরিক দ্বৈরথ ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইরানের যেসব স্থানে হামলা করেছে ইসরায়েল
আজ সারা দিন ইরান থেকে আসা খবরে জানা গেছে, ইসরায়েল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সেগুলো হলো—
ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা: ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এটি ইসরায়েলের টানা তৃতীয় দিনের মতো ইরানের ভেতরে হামলা।
শিরাজ ও অন্যান্য স্থান: শিরাজ শহরে একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালানো হয়েছে। আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ছাড়া ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে।
কেরমানশাহে ঘোড়ার আস্তাবল: কেরমানশাহে দুটি ঘোড়া প্রজনন আস্তাবলে ইসরায়েলের হামলায় ৫০-৬০টি ঘোড়ার মৃত্যু হয়েছে বলে আইএসএনএ (আইএসএনএ) সংবাদ সংস্থার প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরানের তেল ডিপো: গতকাল রাতে তেহরানে তেলের ডিপোগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে কিছু রিপোর্টে বলা হয়েছিল, তেল শোধনাগার কেন্দ্রে আঘাত হানা হয়েছে, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি জ্বালানি ডিপো। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ইরান জানিয়েছে, সেখানে শোধনাগারে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
ইসরায়েলের যেসব স্থানে ইরানের পাল্টা হামলা
ইরানে ইসরায়েলের হামলার পরপরই ইরান পাল্টাব্যবস্থা নিয়েছে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে:
১০ জন নিহত, বহু আহত: মেডিকস ও গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
লক্ষ্যবস্তু: আল-জাজিরার সনদ সংস্থার যাচাই করা তথ্য অনুযায়ী, ইসরায়েলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি তেলক্ষেত্রে হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হাইফা ও বাত ইয়ামের মতো শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাত ইয়ামে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেয়র জানিয়েছেন, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
এদিকে ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে কঠোর বিবৃতি এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সকালে বলেছেন, ইসরায়েল যত দিন হামলা চালিয়ে যাবে, ইরানও তত দিন তাদের জবাব দেবে। এ থেকে বোঝা যায়, উভয় পক্ষ চাইলে পরিস্থিতি শান্ত হতে পারে। কিন্তু বর্তমানে পরিস্থিতি তার থেকে অনেক দূরে।
এই অভূতপূর্ব সংঘাত মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিতে পারে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫