অনলাইন ডেস্ক
বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস নিশ্চিত করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, রোববার এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ৬৪ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে টাইগার উডস লিখেছেন, ‘ভালোবাসা বাতাসে ভাসছে। আর তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর! আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।’
ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। সাবেক এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। টাইগার উডসের সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে একই স্কুলে পড়ছেন কাই ট্রাম্প। সম্প্রতি কাই ও চার্লি একটি গলফ টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন।
আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই গসিপ ম্যাগাজিনগুলোতে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। উডস সম্প্রতি জানিয়েছিলেন, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে খেলতে পারবেন না।
সাধারণত নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস। কিন্তু হঠাৎ করে সম্পর্কের বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন, তা স্পষ্ট নয়। তবে এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেবার তিনি ও স্কি তারকা লিন্ডসে ভন একসঙ্গে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস বলেছিলেন, তারা পাপারাজ্জিদের ধাওয়া থেকে রেহাই পেতে এবং নিজেদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে সম্পর্কটির কথা ফাঁস করে দিয়েছেন।
উডসের সন্তান স্যাম ও চার্লি তাঁর সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের গর্ভে জন্ম নিয়েছিলেন। ২০১০ সালে পরকীয়ার কারণে টাইগার উডসকে তালাক দিয়েছিলেন এলিন। লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কের পর উডসের জীবনে আসেন এরিকা হারম্যান নামে আরেক নারী। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এরিকার সঙ্গে সম্পর্কে ছিলেন উডস, যা শেষ পর্যন্ত আইনি জটিলতায় রূপ নেয়।
উল্লেখ্য, টাইগার উডস এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক বার গলফ খেলেছেন। ২০১৯ সালে ট্রাম্প তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন উডস। সে সময় তাঁরা সৌদি আরবের সহায়তায় পরিচালিত এলআইভি গলফ টুর্নামেন্টের প্রভাব নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস নিশ্চিত করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, রোববার এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ৬৪ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে টাইগার উডস লিখেছেন, ‘ভালোবাসা বাতাসে ভাসছে। আর তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর! আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।’
ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। সাবেক এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। টাইগার উডসের সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে একই স্কুলে পড়ছেন কাই ট্রাম্প। সম্প্রতি কাই ও চার্লি একটি গলফ টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন।
আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই গসিপ ম্যাগাজিনগুলোতে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। উডস সম্প্রতি জানিয়েছিলেন, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে খেলতে পারবেন না।
সাধারণত নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস। কিন্তু হঠাৎ করে সম্পর্কের বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন, তা স্পষ্ট নয়। তবে এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেবার তিনি ও স্কি তারকা লিন্ডসে ভন একসঙ্গে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস বলেছিলেন, তারা পাপারাজ্জিদের ধাওয়া থেকে রেহাই পেতে এবং নিজেদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে সম্পর্কটির কথা ফাঁস করে দিয়েছেন।
উডসের সন্তান স্যাম ও চার্লি তাঁর সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের গর্ভে জন্ম নিয়েছিলেন। ২০১০ সালে পরকীয়ার কারণে টাইগার উডসকে তালাক দিয়েছিলেন এলিন। লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কের পর উডসের জীবনে আসেন এরিকা হারম্যান নামে আরেক নারী। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এরিকার সঙ্গে সম্পর্কে ছিলেন উডস, যা শেষ পর্যন্ত আইনি জটিলতায় রূপ নেয়।
উল্লেখ্য, টাইগার উডস এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক বার গলফ খেলেছেন। ২০১৯ সালে ট্রাম্প তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন উডস। সে সময় তাঁরা সৌদি আরবের সহায়তায় পরিচালিত এলআইভি গলফ টুর্নামেন্টের প্রভাব নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে