অনলাইন ডেস্ক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোনো ফল মিলছে না। তাই সম্প্রতি তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সকালে খুব সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় সবার ওপর বোমা ফেলেন।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প এমন ইঙ্গিত দেন।
স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ওদের প্যাট্রিয়ট পাঠাব, যেটা ওদের খুব দরকার।’ তিনি বলেন, ‘পুতিন অনেক মানুষকে চমকে দিয়েছে। তিনি সকালে ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। এদিকে একটা সমস্যা আছে, আমি এটা পছন্দ করছি না।’
ট্রাম্প জানান, তিনি এখনো ঠিক করেননি কতটি প্যাট্রিয়ট পাঠাবেন। তবে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন পাবে, কারণ ‘ওদের নিরাপত্তার দরকার আছে।’ ট্রাম্প এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যার কিছুদিন আগেই তিনি নিশ্চিত করেছেন, তাঁর সরকার ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করবে, যেগুলো তারা ইউক্রেনকে দিতে পারবে।
এদিকে, এ সপ্তাহেই ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসিতে রুটের এই সফরের মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আজ সোমবার তিনি রাশিয়া নিয়ে ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন।
রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানিয়েছে, ট্রাম্পের ঘোষণায় ইউক্রেনের জন্য ‘আক্রমণাত্মক অস্ত্র’ অন্তর্ভুক্ত থাকবে।
ইউক্রেনে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প এখন ক্রমেই পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। পুতিন বারবার স্বল্প সময়ের যুদ্ধবিরতিতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া বলছে, যুদ্ধবিরতির ফলে ইউক্রেন নতুন করে সেনা সমাবেশ ও অস্ত্র মজুত করার সুযোগ পাবে।
গত মঙ্গলবার ট্রাম্প তার এখন পর্যন্ত পুতিনবিরোধী সবচেয়ে কড়া মন্তব্য করে বলেন, ‘তিনি সব সময় ভদ্রভাবে কথা বলেন, কিন্তু তার কোনো মানে নেই।’ পুতিনের বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নাটকীয় মিথ্যাচার’ করার অভিযোগও করেন।
চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দেন। তিনি ওয়াশিংটনের এই সহায়তাকে মার্কিন করদাতাদের জন্য বোঝা বলে উল্লেখ করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে অন্তরায় বলেও মন্তব্য করেন।
রোববার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তাঁর আসন্ন ঘোষণা রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারির সঙ্গে সংশ্লিষ্ট কি না? এ সময় তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে আবারও পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ। আমি ভাবতাম তিনি যা বলেন, তা-ই করেন। তিনি এত সুন্দর করে কথা বলেন, তারপর রাতেই মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন। এটা আমাদের পছন্দ না।’
আরও খবর পড়ুন:
চলতি বছরের জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোনো ফল মিলছে না। তাই সম্প্রতি তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সকালে খুব সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় সবার ওপর বোমা ফেলেন।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প এমন ইঙ্গিত দেন।
স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ওদের প্যাট্রিয়ট পাঠাব, যেটা ওদের খুব দরকার।’ তিনি বলেন, ‘পুতিন অনেক মানুষকে চমকে দিয়েছে। তিনি সকালে ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। এদিকে একটা সমস্যা আছে, আমি এটা পছন্দ করছি না।’
ট্রাম্প জানান, তিনি এখনো ঠিক করেননি কতটি প্যাট্রিয়ট পাঠাবেন। তবে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন পাবে, কারণ ‘ওদের নিরাপত্তার দরকার আছে।’ ট্রাম্প এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যার কিছুদিন আগেই তিনি নিশ্চিত করেছেন, তাঁর সরকার ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করবে, যেগুলো তারা ইউক্রেনকে দিতে পারবে।
এদিকে, এ সপ্তাহেই ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসিতে রুটের এই সফরের মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আজ সোমবার তিনি রাশিয়া নিয়ে ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন।
রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানিয়েছে, ট্রাম্পের ঘোষণায় ইউক্রেনের জন্য ‘আক্রমণাত্মক অস্ত্র’ অন্তর্ভুক্ত থাকবে।
ইউক্রেনে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প এখন ক্রমেই পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। পুতিন বারবার স্বল্প সময়ের যুদ্ধবিরতিতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া বলছে, যুদ্ধবিরতির ফলে ইউক্রেন নতুন করে সেনা সমাবেশ ও অস্ত্র মজুত করার সুযোগ পাবে।
গত মঙ্গলবার ট্রাম্প তার এখন পর্যন্ত পুতিনবিরোধী সবচেয়ে কড়া মন্তব্য করে বলেন, ‘তিনি সব সময় ভদ্রভাবে কথা বলেন, কিন্তু তার কোনো মানে নেই।’ পুতিনের বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নাটকীয় মিথ্যাচার’ করার অভিযোগও করেন।
চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দেন। তিনি ওয়াশিংটনের এই সহায়তাকে মার্কিন করদাতাদের জন্য বোঝা বলে উল্লেখ করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে অন্তরায় বলেও মন্তব্য করেন।
রোববার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তাঁর আসন্ন ঘোষণা রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারির সঙ্গে সংশ্লিষ্ট কি না? এ সময় তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে আবারও পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ। আমি ভাবতাম তিনি যা বলেন, তা-ই করেন। তিনি এত সুন্দর করে কথা বলেন, তারপর রাতেই মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন। এটা আমাদের পছন্দ না।’
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে