অনলাইন ডেস্ক
ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। সবশেষ পাওয়া খবর পর্যন্ত চলমান বন্যায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জনই খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। অন্যদের মধ্যে ১৩ জন পশ্চিম পাঞ্জাব, সাতজন দক্ষিণ সিন্ধু ও চারজন দক্ষিণ বেলুচিস্তানের বাসিন্দা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
খাইবার পাখতুনখাওয়ার নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একই পরিবারের ১৩ সদস্য। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ওই পরিবারে মোট সদস্যসংখ্যা ছিল ১৭ জন। গত শুক্রবার তাদের সবাই পানির তোড়ে ভেসে যায়। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত সোমবার পর্যন্ত অন্য ১৩ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যজনের মরদেহটি খুঁজে পেতে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে এসব অঞ্চলে। ভারী বর্ষণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খুব শিগগির বৃষ্টি কমবে না বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আজ সোমবার আবহাওয়া বিভাগের উপপরিচালক ইরফান বির্ক বলেন, ‘চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেভাগেই সতর্ক থাকতে বলা হয়েছে।’ তিনি আরও সতর্ক করেছেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার মতো ‘চরম পরিস্থিতির পুনরাবৃত্তি’ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর আগে ২০২২ সালে স্মরণকালের ভয়াবহতম বন্যা হয়েছে পাকিস্তানে। ওই বন্যায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল। নিহত হয়েছিল অন্তত ১ হাজার ৭৩৭ জন। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু অবকাঠামো।
ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। সবশেষ পাওয়া খবর পর্যন্ত চলমান বন্যায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জনই খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। অন্যদের মধ্যে ১৩ জন পশ্চিম পাঞ্জাব, সাতজন দক্ষিণ সিন্ধু ও চারজন দক্ষিণ বেলুচিস্তানের বাসিন্দা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
খাইবার পাখতুনখাওয়ার নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একই পরিবারের ১৩ সদস্য। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ওই পরিবারে মোট সদস্যসংখ্যা ছিল ১৭ জন। গত শুক্রবার তাদের সবাই পানির তোড়ে ভেসে যায়। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত সোমবার পর্যন্ত অন্য ১৩ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যজনের মরদেহটি খুঁজে পেতে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে এসব অঞ্চলে। ভারী বর্ষণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খুব শিগগির বৃষ্টি কমবে না বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আজ সোমবার আবহাওয়া বিভাগের উপপরিচালক ইরফান বির্ক বলেন, ‘চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেভাগেই সতর্ক থাকতে বলা হয়েছে।’ তিনি আরও সতর্ক করেছেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার মতো ‘চরম পরিস্থিতির পুনরাবৃত্তি’ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর আগে ২০২২ সালে স্মরণকালের ভয়াবহতম বন্যা হয়েছে পাকিস্তানে। ওই বন্যায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল। নিহত হয়েছিল অন্তত ১ হাজার ৭৩৭ জন। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু অবকাঠামো।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে