আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও ১১০ কোটি ডলার পেতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে কর্মকর্তা পর্যায়ে চুক্তি হয়েছে বলে আজ বুধবার রয়টার্স জানিয়েছে। এখন আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে অর্থ পাকিস্তানের রিজার্ভে যোগ হবে।
দেউলিয়া হওয়ার মুখে থাকা পাকিস্তানকে উদ্ধারে গত বছর ৩০০ কোটি ডলার ঋণ দেওয়া নিশ্চিত করে আইএমএফ। ওই ঋণের সর্বশেষ কিস্তি হবে এবারের ১১০ কোটি ডলারের ঋণ। এর মধ্যে আরেক ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রকল্পের দ্বিতীয় ও সর্বশেষ নিরীক্ষা শেষে পাকিস্তানি কতৃপক্ষের সঙ্গে স্টাফ লেভেল বা কর্মকর্তা পর্যায়ের চুক্তি হয়েছে। এই চুক্তি আইএমএফের কার্যনির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
আইএমএফের ঋণের শর্তগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা গত পাঁচ দিন ধরে নিরীক্ষা করেছেন সংস্থাটির প্রতিনিধিরা। বর্তমান চুক্তির মেয়াদ ১১ এপ্রিল শেষ হবে।
দেনার দায়ে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি। গত বছর দেশটির অর্থনীতির আকার ০.২ শতাংশ সঙ্কুচিত হয়েছে। তবে এবার ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস আছে।
গত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ব্যালেন্স অব পেমেন্ট সংকটে ভুগছে পাকিস্তান। দেশটি ২৩ শতাংশ মূল্যস্ফীতি, ২২ শতাংশ সুদহার ও স্থানীয় মুদ্রার ২২ শতাংশ অবমূল্যায়নের মতো সমস্যায় ভুগছে।
আইএমএফের ঋণ পেতে পাকিস্তানকে নানা শর্ত মানতে হয়েছে, যার মধ্যে আছে বাজেট সংস্কার, সুদের হার বাড়ানো, আরও কর আরোপ করে রাজস্ব আয় বাড়ানো এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বলেছেন, ইসলামাবাদ আরেকটি দীর্ঘ মেয়াদি বেলআউট চাইবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও ১১০ কোটি ডলার পেতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে কর্মকর্তা পর্যায়ে চুক্তি হয়েছে বলে আজ বুধবার রয়টার্স জানিয়েছে। এখন আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে অর্থ পাকিস্তানের রিজার্ভে যোগ হবে।
দেউলিয়া হওয়ার মুখে থাকা পাকিস্তানকে উদ্ধারে গত বছর ৩০০ কোটি ডলার ঋণ দেওয়া নিশ্চিত করে আইএমএফ। ওই ঋণের সর্বশেষ কিস্তি হবে এবারের ১১০ কোটি ডলারের ঋণ। এর মধ্যে আরেক ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রকল্পের দ্বিতীয় ও সর্বশেষ নিরীক্ষা শেষে পাকিস্তানি কতৃপক্ষের সঙ্গে স্টাফ লেভেল বা কর্মকর্তা পর্যায়ের চুক্তি হয়েছে। এই চুক্তি আইএমএফের কার্যনির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
আইএমএফের ঋণের শর্তগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা গত পাঁচ দিন ধরে নিরীক্ষা করেছেন সংস্থাটির প্রতিনিধিরা। বর্তমান চুক্তির মেয়াদ ১১ এপ্রিল শেষ হবে।
দেনার দায়ে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি। গত বছর দেশটির অর্থনীতির আকার ০.২ শতাংশ সঙ্কুচিত হয়েছে। তবে এবার ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস আছে।
গত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ব্যালেন্স অব পেমেন্ট সংকটে ভুগছে পাকিস্তান। দেশটি ২৩ শতাংশ মূল্যস্ফীতি, ২২ শতাংশ সুদহার ও স্থানীয় মুদ্রার ২২ শতাংশ অবমূল্যায়নের মতো সমস্যায় ভুগছে।
আইএমএফের ঋণ পেতে পাকিস্তানকে নানা শর্ত মানতে হয়েছে, যার মধ্যে আছে বাজেট সংস্কার, সুদের হার বাড়ানো, আরও কর আরোপ করে রাজস্ব আয় বাড়ানো এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বলেছেন, ইসলামাবাদ আরেকটি দীর্ঘ মেয়াদি বেলআউট চাইবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে