পাকিস্তানে আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনার মৃত্যু হয়েছিল। এই হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবানকে দায়ী করে দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি জায়গায় বিমান হামলা হয়।
তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেছেন, এর প্রতিক্রিয়া ভালো হবে না। এক পৃথক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই আক্রমণ করা হয়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে পাকিস্তানে চার গ্রামবাসী আহত হয়েছেন। বাকিদের নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার পাকিস্তানি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। সেই ঘটনায় ৭ সেনা মারা যায়। তাদের জানাজায় যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।’
উল্লেখ্য, শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তানের দাবি, এটা মূলত নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শাখা সংগঠন।
পাকিস্তানে আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনার মৃত্যু হয়েছিল। এই হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবানকে দায়ী করে দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি জায়গায় বিমান হামলা হয়।
তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেছেন, এর প্রতিক্রিয়া ভালো হবে না। এক পৃথক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই আক্রমণ করা হয়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে পাকিস্তানে চার গ্রামবাসী আহত হয়েছেন। বাকিদের নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার পাকিস্তানি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। সেই ঘটনায় ৭ সেনা মারা যায়। তাদের জানাজায় যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।’
উল্লেখ্য, শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তানের দাবি, এটা মূলত নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শাখা সংগঠন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে