ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ। গতকাল বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিলে সই করেন। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিল শাহবাজ শরিফের নেতৃত্বের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে সেই সুপারিশের সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে প্রেসিডেন্ট সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।’ প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর করার পর স্বাভাবিকভাবেই দেশটির মন্ত্রিপরিষদ বিলুপ্ত হয়ে গেছে।
এদিকে, জাতীয় পরিষদ ভেঙে গেলেও এখনো বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদ ভেঙে দেননি মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে গভর্নর আবদুল মালিক ওয়ালির কাকারের কাছে কোনো সুপারিশ পাঠাননি। গত মঙ্গলবার বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন ছিল।
এদিকে, ক্ষমতায় থাকার শেষ দিনে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন শাহবাজ শরিফ। পাশাপাশি জাতীয় পরিষদের নিম্নকক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ জানান, সেদিনই ছিল তাঁর সরকারের শেষ দিন। তিনি জানান, ক্ষমতাসীন জোট সরকার দেশের স্বার্থে তাদের রাজনৈতিক পুঁজিকে বিসর্জন দিয়েছে। বিশেষ করে দেশকে বিশাল আকারের ঋণ থেকে মুক্ত করতে তাঁর সরকার শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে।
ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ। গতকাল বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিলে সই করেন। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই ক্ষমতা ছেড়ে দিল শাহবাজ শরিফের নেতৃত্বের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে সেই সুপারিশের সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে প্রেসিডেন্ট সেদিনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সংবিধানের ৫৮ (১) অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন।’ প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর করার পর স্বাভাবিকভাবেই দেশটির মন্ত্রিপরিষদ বিলুপ্ত হয়ে গেছে।
এদিকে, জাতীয় পরিষদ ভেঙে গেলেও এখনো বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদ ভেঙে দেননি মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে গভর্নর আবদুল মালিক ওয়ালির কাকারের কাছে কোনো সুপারিশ পাঠাননি। গত মঙ্গলবার বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন ছিল।
এদিকে, ক্ষমতায় থাকার শেষ দিনে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছেন শাহবাজ শরিফ। পাশাপাশি জাতীয় পরিষদের নিম্নকক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ জানান, সেদিনই ছিল তাঁর সরকারের শেষ দিন। তিনি জানান, ক্ষমতাসীন জোট সরকার দেশের স্বার্থে তাদের রাজনৈতিক পুঁজিকে বিসর্জন দিয়েছে। বিশেষ করে দেশকে বিশাল আকারের ঋণ থেকে মুক্ত করতে তাঁর সরকার শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে