কলকাতা প্রতিনিধি
ভারতের জাতীয় সংসদে চীন ও পাকিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ভুল নীতির কারণে সখ্য বেড়েছে চীন ও পাকিস্তানের।
কংগ্রেসের সাবেক সভাপতির এই মন্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুলের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভারতের বিদেশনীতি নিয়ে রাহুলের মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না।
রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, চীন ও পাকিস্তান সীমান্তে লাগাতার লড়াই শুরু হয়েছে ভারতের দুর্বল বিদেশনীতির কারণে। সদ্যসমাপ্ত প্রজাতন্ত্র দিবেস বিদেশি অতিথি না আসার জন্যও মোদি সরকারকে দায়ী করেন তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের রাজত্বকালেই চীন পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি শুরু করে। বিদেশি অতিথি না আসা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসবাসকারী সবাই করোনা পরিস্থিতির কথা জানেন।
বিজেপির সাংসদ নিশীকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতার বক্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। এটা পুরো দেশের পক্ষে ক্ষতিকর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেকে দেশপ্রেমী প্রমাণ করতে গিয়ে সরকারের বিদেশনীতি নিয়ে সরকারকে আক্রমণ করে দলকে কিছুটা হলেও বিপাকে ফেলেছেন রাহুল। বিশেষ করে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বিষয়ে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
তবে বিদেশনীতির প্রসঙ্গ বাদ দিলে গতকাল বুধবার সংসদে মোদি সরকারকে আক্রমণ করে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী, তার প্রশংসাও জুটছে। পাঁচ রাজ্যের ভোটের আগে রাহুল গরিব ও বড়লোক এই দুই ভারতের কথা বলে হাততালি কুড়িয়েছেন প্রচুর।
ভারতের জাতীয় সংসদে চীন ও পাকিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ভুল নীতির কারণে সখ্য বেড়েছে চীন ও পাকিস্তানের।
কংগ্রেসের সাবেক সভাপতির এই মন্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুলের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভারতের বিদেশনীতি নিয়ে রাহুলের মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না।
রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, চীন ও পাকিস্তান সীমান্তে লাগাতার লড়াই শুরু হয়েছে ভারতের দুর্বল বিদেশনীতির কারণে। সদ্যসমাপ্ত প্রজাতন্ত্র দিবেস বিদেশি অতিথি না আসার জন্যও মোদি সরকারকে দায়ী করেন তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের রাজত্বকালেই চীন পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি শুরু করে। বিদেশি অতিথি না আসা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসবাসকারী সবাই করোনা পরিস্থিতির কথা জানেন।
বিজেপির সাংসদ নিশীকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতার বক্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। এটা পুরো দেশের পক্ষে ক্ষতিকর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেকে দেশপ্রেমী প্রমাণ করতে গিয়ে সরকারের বিদেশনীতি নিয়ে সরকারকে আক্রমণ করে দলকে কিছুটা হলেও বিপাকে ফেলেছেন রাহুল। বিশেষ করে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বিষয়ে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
তবে বিদেশনীতির প্রসঙ্গ বাদ দিলে গতকাল বুধবার সংসদে মোদি সরকারকে আক্রমণ করে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী, তার প্রশংসাও জুটছে। পাঁচ রাজ্যের ভোটের আগে রাহুল গরিব ও বড়লোক এই দুই ভারতের কথা বলে হাততালি কুড়িয়েছেন প্রচুর।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫