অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি ট্রেন থেকে ৪৫০ আরোহীর মধ্যে ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলমান বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে।
ডনের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের শিকার হয় জাফর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। এ ঘটনার পর পাঞ্জাব-সিন্ধু-বেলুচিস্তান রুটে রেল চলাচল স্থগিত করা হয়েছে।
পাকিস্তান রেলওয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার আমির আলী ডনকে জানিয়েছেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু বর্তমানে সেখানে কী ঘটছে, তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। যাত্রী, রেলকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করা ছাড়া আপাতত কিছু করার নেই।’
ট্রেনটি পাহাড়েঘেরা একটি দুর্গম টানেলের কাছে আটকে থাকায় সেখানে দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়েছে নিরাপত্তা বাহিনীর জন্য। তাদের জন্য বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
বেলুচ লিবারেল আর্মি (বিএলএ) বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়কগুলোতে প্রায়ই হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক হওয়ার পরপরই দায় স্বীকার করে বিএলএ। পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা। হুঁশিয়ারি দেয়—নির্ধারিত সময়ের মধ্যে বেলুচ রাজবন্দীদের মুক্তি না দিলে ট্রেনের সব আরোহীকে তারা হত্যা করবে। কোনো উদ্ধার অভিযান চালানো হলে ভয়াবহ পরিণতি হবে বলেও হুমকি দিয়েছে তারা।
পাকিস্তান সরকার জানিয়েছে, ট্রেনটিতে শতাধিক সেনাসদস্য ভ্রমণ করছিলেন। রেললাইনে বোমা মেরে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। তবে, হামলাকারীদের দলে কতজন আছে সেটি জানা সম্ভব হয়নি। পাকিস্তান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রেনের ভেতরে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বেশ কয়েকজন যাত্রী। প্রায় ৮০ জন হেঁটে নিকটবর্তী একটি স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১টি শিশু।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি ট্রেন থেকে ৪৫০ আরোহীর মধ্যে ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলমান বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে।
ডনের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের শিকার হয় জাফর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। এ ঘটনার পর পাঞ্জাব-সিন্ধু-বেলুচিস্তান রুটে রেল চলাচল স্থগিত করা হয়েছে।
পাকিস্তান রেলওয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার আমির আলী ডনকে জানিয়েছেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু বর্তমানে সেখানে কী ঘটছে, তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। যাত্রী, রেলকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করা ছাড়া আপাতত কিছু করার নেই।’
ট্রেনটি পাহাড়েঘেরা একটি দুর্গম টানেলের কাছে আটকে থাকায় সেখানে দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়েছে নিরাপত্তা বাহিনীর জন্য। তাদের জন্য বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
বেলুচ লিবারেল আর্মি (বিএলএ) বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়কগুলোতে প্রায়ই হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক হওয়ার পরপরই দায় স্বীকার করে বিএলএ। পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা। হুঁশিয়ারি দেয়—নির্ধারিত সময়ের মধ্যে বেলুচ রাজবন্দীদের মুক্তি না দিলে ট্রেনের সব আরোহীকে তারা হত্যা করবে। কোনো উদ্ধার অভিযান চালানো হলে ভয়াবহ পরিণতি হবে বলেও হুমকি দিয়েছে তারা।
পাকিস্তান সরকার জানিয়েছে, ট্রেনটিতে শতাধিক সেনাসদস্য ভ্রমণ করছিলেন। রেললাইনে বোমা মেরে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। তবে, হামলাকারীদের দলে কতজন আছে সেটি জানা সম্ভব হয়নি। পাকিস্তান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রেনের ভেতরে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বেশ কয়েকজন যাত্রী। প্রায় ৮০ জন হেঁটে নিকটবর্তী একটি স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১টি শিশু।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে