পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের।
অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান।
সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন।
ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের।
অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান।
সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন।
ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে