পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যর একটি বেঞ্চ এই শুনানি করেছেন।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ইমরানের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ইমরানকে গ্রেপ্তারের সময় কতজন রেঞ্জার সেনা আদালত চত্বরে প্রবেশ করেছিলেন। এই প্রশ্নের জবাবে ইমরানের আইনজীবী বলেন, পিটিআইয়ের প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে ১০০ জন রেঞ্জার সদস্য আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।
আইনজীবী আদালতের কাছে জানতে চান, আদালত প্রাঙ্গণে ৯০ জন একসঙ্গে প্রবেশ করলে আদালতের কি মর্যাদা থাকে? আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?
ইমরানের আইনজীবী আরও বলেন, অতীতে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করার অর্থ কী?
এই আইনজীবী আরও বলেন, এনএবি ‘আদালত অবমাননা’ করেছে। গ্রেপ্তারের জন্য তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিতে হতো। আদালতের কর্মীরাও লাঞ্ছিত হয়েছেন।
ইমরানের আইনজীবী এ ঘটনায় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে তলব করার সুপারিশ করেন।
প্রধান বিচারপতি বানদিয়াল জোর দিয়ে বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে এবং যে কেউ আদালতের দ্বারস্থ হতে যাতে নিরাপদ বোধ করেন।
ইমরানের আইনজীবী আদালতে আরও বলেন, ‘পিটিআইর প্রধানকে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয়েছে। কেননা, গ্রেপ্তারের পরেই আমরা জানতে পেরেছি ১ মে এই গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছিল।’
ইমরানের আরেক আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তাঁদের বলেছিলেন যে তিনি এখনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘যা-ই হোক না কেন, ইমরানের এই গ্রেপ্তারকে মুলতবি করাই শ্রেয় ছিল।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যর একটি বেঞ্চ এই শুনানি করেছেন।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ইমরানের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ইমরানকে গ্রেপ্তারের সময় কতজন রেঞ্জার সেনা আদালত চত্বরে প্রবেশ করেছিলেন। এই প্রশ্নের জবাবে ইমরানের আইনজীবী বলেন, পিটিআইয়ের প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে ১০০ জন রেঞ্জার সদস্য আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।
আইনজীবী আদালতের কাছে জানতে চান, আদালত প্রাঙ্গণে ৯০ জন একসঙ্গে প্রবেশ করলে আদালতের কি মর্যাদা থাকে? আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?
ইমরানের আইনজীবী আরও বলেন, অতীতে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করার অর্থ কী?
এই আইনজীবী আরও বলেন, এনএবি ‘আদালত অবমাননা’ করেছে। গ্রেপ্তারের জন্য তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিতে হতো। আদালতের কর্মীরাও লাঞ্ছিত হয়েছেন।
ইমরানের আইনজীবী এ ঘটনায় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে তলব করার সুপারিশ করেন।
প্রধান বিচারপতি বানদিয়াল জোর দিয়ে বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে এবং যে কেউ আদালতের দ্বারস্থ হতে যাতে নিরাপদ বোধ করেন।
ইমরানের আইনজীবী আদালতে আরও বলেন, ‘পিটিআইর প্রধানকে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয়েছে। কেননা, গ্রেপ্তারের পরেই আমরা জানতে পেরেছি ১ মে এই গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছিল।’
ইমরানের আরেক আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তাঁদের বলেছিলেন যে তিনি এখনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘যা-ই হোক না কেন, ইমরানের এই গ্রেপ্তারকে মুলতবি করাই শ্রেয় ছিল।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫