৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা দেশটির সুন্নি ইত্তিহাদ কাউন্সিল (এসআইসি) নামে একটি দলে যোগ দিচ্ছে। ইমরানের দল পিটিআই চেয়ারম্যান গহর আলী খান আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পিটিআইয়ের সমর্থিত যেসব প্রার্থী জাতীয় পরিষদসহ খাইবার-পাখতুনখাওয়া ও পাঞ্জাব থেকে নির্বাচিত হয়েছেন, তাঁরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।
গহর আলী খান বলেন, ‘আমাদের প্রার্থীরা আমাদের কাছে হলফনামা জমা দিয়েছেন এবং আজ আমরা ঘোষণা করছি, পিটিআই-সমর্থিত প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিচ্ছেন।’
এ বিষয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে পিটিআই। এই চুক্তির নথিপত্র এবার পাকিস্তানের নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
পাকিস্তানের জাতীয় পরিষদে ৭০টি এবং প্রাদেশিক পরিষদে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এই আসনগুলো নির্বাচনে বিজয়ী প্রার্থীর অনুপাতে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই বণ্টন করা হবে। কিন্তু পিটিআইকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় এই দলের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা ছোট আরেকটি দলে যোগ দিচ্ছে। এর ফলে বিজয়ী আসনের অনুপাতে উল্লেখযোগ্য সংখ্যক সংরক্ষিত আসন নিশ্চিত করতে পারবে দলটি।
গহর বলেন, ‘আমাদের সংরক্ষিত আসনগুলো রক্ষা করতে এবং আমাদের সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে আমরা একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছি, যার অধীনে আমাদের সব প্রার্থী এসআইসিতে যোগদান করেছে। আমরা এই নথিটি ইসিপির সামনে উপস্থাপন করব।’
এদিকে বিজয়ী প্রার্থীরা সুন্নি ইত্তিহাদে যোগ দেওয়ায় পিটিআইয়ের শক্তি আরও বাড়বে বলে মত দিয়েছেন দলটির প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপের পর তাঁরা সরকার গঠনের অবস্থানে থাকবেন।
এ সময় ইমরান খানসহ দলের অন্য নেতাকে মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেন ওমর আইয়ুব। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে ইমরান খান, বুশরা বিবি, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি এবং আমাদের সব সিনিয়র নেতাকে মুক্ত করা।’
পিটিআই পাকিস্তানে ঐক্য চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন ওমর।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা দেশটির সুন্নি ইত্তিহাদ কাউন্সিল (এসআইসি) নামে একটি দলে যোগ দিচ্ছে। ইমরানের দল পিটিআই চেয়ারম্যান গহর আলী খান আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পিটিআইয়ের সমর্থিত যেসব প্রার্থী জাতীয় পরিষদসহ খাইবার-পাখতুনখাওয়া ও পাঞ্জাব থেকে নির্বাচিত হয়েছেন, তাঁরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।
গহর আলী খান বলেন, ‘আমাদের প্রার্থীরা আমাদের কাছে হলফনামা জমা দিয়েছেন এবং আজ আমরা ঘোষণা করছি, পিটিআই-সমর্থিত প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিচ্ছেন।’
এ বিষয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে পিটিআই। এই চুক্তির নথিপত্র এবার পাকিস্তানের নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
পাকিস্তানের জাতীয় পরিষদে ৭০টি এবং প্রাদেশিক পরিষদে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এই আসনগুলো নির্বাচনে বিজয়ী প্রার্থীর অনুপাতে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই বণ্টন করা হবে। কিন্তু পিটিআইকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় এই দলের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা ছোট আরেকটি দলে যোগ দিচ্ছে। এর ফলে বিজয়ী আসনের অনুপাতে উল্লেখযোগ্য সংখ্যক সংরক্ষিত আসন নিশ্চিত করতে পারবে দলটি।
গহর বলেন, ‘আমাদের সংরক্ষিত আসনগুলো রক্ষা করতে এবং আমাদের সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে আমরা একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছি, যার অধীনে আমাদের সব প্রার্থী এসআইসিতে যোগদান করেছে। আমরা এই নথিটি ইসিপির সামনে উপস্থাপন করব।’
এদিকে বিজয়ী প্রার্থীরা সুন্নি ইত্তিহাদে যোগ দেওয়ায় পিটিআইয়ের শক্তি আরও বাড়বে বলে মত দিয়েছেন দলটির প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপের পর তাঁরা সরকার গঠনের অবস্থানে থাকবেন।
এ সময় ইমরান খানসহ দলের অন্য নেতাকে মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেন ওমর আইয়ুব। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে ইমরান খান, বুশরা বিবি, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি এবং আমাদের সব সিনিয়র নেতাকে মুক্ত করা।’
পিটিআই পাকিস্তানে ঐক্য চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন ওমর।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে