অনলাইন ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’
আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’
আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে