পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫