সংকটে জর্জরিত হয়ে থাকা পাকিস্তানের অর্থনীতি বন্যার কারণে আরও বেশি বিপদে পড়ে গেছে। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। স্থানীয় সময় গতকাল রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জামা দেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রীর পদত্যাগের বিষয়ে পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুই দফায় বৈঠক করে মিফতাহ। তাঁর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে দলটি জানায়, মিফতাহের স্থলাভিষিক্ত হবেন ইসহাক দার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দলের অন্যতম কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থন রয়েছে এতে। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ইসহাক দার, তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব, পিএমএল-এনের নেতা মালিক মোহাম্মদ আহমেদ খান এবং আহাদ চীমা।
এদিকে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে আজ সোমবার দেশে ফেরার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এসেই তিনি ইসহাক দারকে মন্ত্রিত্বে নিয়ে আসবেন বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন।
এর মধ্য দিয়ে বিগত চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। মিফতাহের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ। বৈঠক শেষে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, মিফতাহ বলেছেন, ‘জনাব নওয়াজ আমাকে আমানত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমাকে মন্ত্রী বানিয়েছিলেন।’ বৈঠক শেষে মন্ত্রিসভার অন্য কোনো দায়িত্বে আসার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ‘না’ বলে দেন মিফতাহ।
সংকটে জর্জরিত হয়ে থাকা পাকিস্তানের অর্থনীতি বন্যার কারণে আরও বেশি বিপদে পড়ে গেছে। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। স্থানীয় সময় গতকাল রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জামা দেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রীর পদত্যাগের বিষয়ে পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুই দফায় বৈঠক করে মিফতাহ। তাঁর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে দলটি জানায়, মিফতাহের স্থলাভিষিক্ত হবেন ইসহাক দার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দলের অন্যতম কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থন রয়েছে এতে। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ইসহাক দার, তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব, পিএমএল-এনের নেতা মালিক মোহাম্মদ আহমেদ খান এবং আহাদ চীমা।
এদিকে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে আজ সোমবার দেশে ফেরার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এসেই তিনি ইসহাক দারকে মন্ত্রিত্বে নিয়ে আসবেন বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন।
এর মধ্য দিয়ে বিগত চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। মিফতাহের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ। বৈঠক শেষে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, মিফতাহ বলেছেন, ‘জনাব নওয়াজ আমাকে আমানত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমাকে মন্ত্রী বানিয়েছিলেন।’ বৈঠক শেষে মন্ত্রিসভার অন্য কোনো দায়িত্বে আসার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ‘না’ বলে দেন মিফতাহ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫