পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়।
এদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়।
এদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫