পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’
ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’
সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি উত্তরে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দূরে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় আজ বুধবার ভোরে পার্বত্য অঞ্চলে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল ওয়াশুকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা নূরুল্লাহ এসসাজাই আল জাজিরাকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে আট থেকে ১০ জন গুরুতর আহত রোগী রয়েছেন এবং তাদের হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করেছি। অন্য কয়েকজনকে খুজদারের একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।’
ওয়াশুকের সরকারি কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল বলেন, বাসটি একটি সেতুর ওপর থেকে পাথুরে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারানো পরিবারগুলোর দুঃখ আমরা ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান করব।’
সড়ক দুর্ঘটনা পাকিস্তানে অনেকটাই সাধারণ ঘটনা। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। এই মাসের শুরুর দিকে, দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫