বড় শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের ওপর ১০ শতাংশ পর্যন্ত করারোপ করেছে পাকিস্তান সরকার। দেশটির প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরে বিদ্যমান করের বাইরেও অতিরিক্ত ১ লাখ কোটি রুপি আয়ের লক্ষ্য থাকায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মুসলিম লিগের (নওয়াজ) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে দ্য ডনের এই প্রতিবেদন থেকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন—এই সিদ্ধান্তের ফলে দেশটির অর্থনীতি চাঙা হওয়ার পরিবর্তে আরও ঝিমিয়ে পড়তে পারে।
গত শুক্রবার দেশটির পার্লামেন্টে অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানান, আগামী অর্থবছরে ধনী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের থেকে কর বাবদ অতিরিক্ত ২০ হাজার কোটি রুপি, বড় শিল্পপ্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৮ হাজার কোটি রুপি আয় করতে চায় সরকার।
‘সুপার ট্যাক্স’ নামে এই করের আওতায় সিমেন্ট, ইস্পাত, চিনি, টেক্সটাইল, তেল ও গ্যাস, সার, এলএনজি, রাসায়নিক, কোমলপানীয়, সিগারেট, গাড়ি এবং ব্যাংকসহ ১৩টি খাতে এই কর আরোপের কথা উল্লেখ করা হয়। তবে, এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানকে লাভ-লোকসানের হিসাবের ভিত্তিতে ৪ শতাংশ পর্যন্ত দারিদ্র্য মোকাবিলা কর দিতে হবে।
গত শুক্রবার অর্থমন্ত্রীর বক্তৃতার আগে রেকর্ডকৃত বক্তৃতায় শাহবাজ শরিফ বলেন, ‘দেশে গরিবেরা দিনে দিনে গরিব হচ্ছে, তাদের কষ্টের শেষ নেই। অন্যদিকে ধনীরা আরও ধনী হচ্ছে। এ অবস্থায় গরিবের দুরবস্থা কমাতে ধনীদের বেশি কর দেওয়ার কোনো বিকল্প নেই।’
অর্থমন্ত্রীর নতুন করনীতি ঘোষণার পর এক টুইটে পাকিস্তান বিজনেস কাউন্সিল জানিয়েছে, ‘আগের ইতিহাস থেকে বলা যায়, এ কর বাস্তবায়ন হবে না। কারণ, তা বাস্তব সম্মত নয়।’
সমালোচকেরা বলছেন, ‘আইএমএফের ঋণ পেতে বিভিন্ন দিক আমলে না নিয়েই এ সুপার ট্যাক্স ঘোষণা করা হয়েছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমবে। অর্থনীতি চাঙা না হয়ে ঝিমিয়ে পড়বে। ফলে গরিবের দুর্দশা না কমে বাড়বে।’
পাকিস্তান সরকার বর্তমানে আইএমএফ থেকে ৬০০ কোটি ডলার ঋণ পেতে চেষ্টা করছে। উভয় পক্ষ এরই মধ্যে কয়েক দফা বৈঠক করে। কিন্তু শর্তে একমত না হওয়ায় তা বারবার পিছিয়ে যায়। সর্বশেষ গত সপ্তাহের বৈঠকে আইএমএফের উল্লেখযোগ্য সব শর্তই মেনে নিতে সম্মত হয় দেশটির সরকার।
বড় শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের ওপর ১০ শতাংশ পর্যন্ত করারোপ করেছে পাকিস্তান সরকার। দেশটির প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরে বিদ্যমান করের বাইরেও অতিরিক্ত ১ লাখ কোটি রুপি আয়ের লক্ষ্য থাকায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মুসলিম লিগের (নওয়াজ) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে দ্য ডনের এই প্রতিবেদন থেকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন—এই সিদ্ধান্তের ফলে দেশটির অর্থনীতি চাঙা হওয়ার পরিবর্তে আরও ঝিমিয়ে পড়তে পারে।
গত শুক্রবার দেশটির পার্লামেন্টে অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানান, আগামী অর্থবছরে ধনী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের থেকে কর বাবদ অতিরিক্ত ২০ হাজার কোটি রুপি, বড় শিল্পপ্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৮ হাজার কোটি রুপি আয় করতে চায় সরকার।
‘সুপার ট্যাক্স’ নামে এই করের আওতায় সিমেন্ট, ইস্পাত, চিনি, টেক্সটাইল, তেল ও গ্যাস, সার, এলএনজি, রাসায়নিক, কোমলপানীয়, সিগারেট, গাড়ি এবং ব্যাংকসহ ১৩টি খাতে এই কর আরোপের কথা উল্লেখ করা হয়। তবে, এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানকে লাভ-লোকসানের হিসাবের ভিত্তিতে ৪ শতাংশ পর্যন্ত দারিদ্র্য মোকাবিলা কর দিতে হবে।
গত শুক্রবার অর্থমন্ত্রীর বক্তৃতার আগে রেকর্ডকৃত বক্তৃতায় শাহবাজ শরিফ বলেন, ‘দেশে গরিবেরা দিনে দিনে গরিব হচ্ছে, তাদের কষ্টের শেষ নেই। অন্যদিকে ধনীরা আরও ধনী হচ্ছে। এ অবস্থায় গরিবের দুরবস্থা কমাতে ধনীদের বেশি কর দেওয়ার কোনো বিকল্প নেই।’
অর্থমন্ত্রীর নতুন করনীতি ঘোষণার পর এক টুইটে পাকিস্তান বিজনেস কাউন্সিল জানিয়েছে, ‘আগের ইতিহাস থেকে বলা যায়, এ কর বাস্তবায়ন হবে না। কারণ, তা বাস্তব সম্মত নয়।’
সমালোচকেরা বলছেন, ‘আইএমএফের ঋণ পেতে বিভিন্ন দিক আমলে না নিয়েই এ সুপার ট্যাক্স ঘোষণা করা হয়েছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমবে। অর্থনীতি চাঙা না হয়ে ঝিমিয়ে পড়বে। ফলে গরিবের দুর্দশা না কমে বাড়বে।’
পাকিস্তান সরকার বর্তমানে আইএমএফ থেকে ৬০০ কোটি ডলার ঋণ পেতে চেষ্টা করছে। উভয় পক্ষ এরই মধ্যে কয়েক দফা বৈঠক করে। কিন্তু শর্তে একমত না হওয়ায় তা বারবার পিছিয়ে যায়। সর্বশেষ গত সপ্তাহের বৈঠকে আইএমএফের উল্লেখযোগ্য সব শর্তই মেনে নিতে সম্মত হয় দেশটির সরকার।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫