পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’
ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’
এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন।
পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন।
এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’
ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’
এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন।
পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন।
এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫