পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুজন। সিন্ধু পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর আইজি মুশতাক আহমেদ মেহের টেলিফোনে মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের সঙ্গে কথা বলেছেন এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিস্ফোরণ ঘটেছে ভ্যানে। আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র। নিহতরা হলেন-কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা এবং ড্রাইভার খালিদ। আহতরা হলেন-ওয়াং ইউকিং ও হামিদ।
টেলিভিশনের ফুটেজে একটি সাদা ভ্যানকে আগুনে পুড়তে দেখা যায়। ফুটেজে দেখা যায়, আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকেও দেখা গেছে।
ডিআইজি ইস্ট মুকাদ্দাস হায়দার মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, ভ্যানটি হোস্টেল থেকে বের হওয়ার পর কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিল। ইনস্টিটিউটে প্রবেশপথে ভ্যানের ডানদিকে বিস্ফোরণটি হয়। এটি কী ধরনের বিস্ফোরণ সেটি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড রিপোর্ট দেওয়ার পরই বিস্ফোরণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে কাউন্টার-টেররিজম বিভাগ এবং এসএসপি ইস্টকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। আহতদের ডাউ ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ জারি করেছেন তিনি এবং করাচি কমিশনারকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ ঘটনায় শোক জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে এই ধরনের ঘটনা মোকাবিলায় কেন্দ্র থেকে পূর্ণ সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুজন। সিন্ধু পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর আইজি মুশতাক আহমেদ মেহের টেলিফোনে মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের সঙ্গে কথা বলেছেন এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিস্ফোরণ ঘটেছে ভ্যানে। আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র। নিহতরা হলেন-কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা এবং ড্রাইভার খালিদ। আহতরা হলেন-ওয়াং ইউকিং ও হামিদ।
টেলিভিশনের ফুটেজে একটি সাদা ভ্যানকে আগুনে পুড়তে দেখা যায়। ফুটেজে দেখা যায়, আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকেও দেখা গেছে।
ডিআইজি ইস্ট মুকাদ্দাস হায়দার মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, ভ্যানটি হোস্টেল থেকে বের হওয়ার পর কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিল। ইনস্টিটিউটে প্রবেশপথে ভ্যানের ডানদিকে বিস্ফোরণটি হয়। এটি কী ধরনের বিস্ফোরণ সেটি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড রিপোর্ট দেওয়ার পরই বিস্ফোরণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে কাউন্টার-টেররিজম বিভাগ এবং এসএসপি ইস্টকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। আহতদের ডাউ ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ জারি করেছেন তিনি এবং করাচি কমিশনারকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ ঘটনায় শোক জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে এই ধরনের ঘটনা মোকাবিলায় কেন্দ্র থেকে পূর্ণ সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে