শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে এবং দলের প্রধান নওয়াজ শরিফকে বিশেষ সুবিধা দিচ্ছে। পাশাপাশি দলটি নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপি সেক্রেটারি জেনারেল নায়ার বুখারি এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন বিলম্বিত হলে কী সংকট দেখা দিতে পারে, সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ বা তফসিল ঘোষণা করা হয়নি। ফলে দেশটিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয় নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নায়ার বুখারি বলেছেন, ‘নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না করায় নির্বাচন কমিশন দেশের জনগণ ও সর্বোচ্চ আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য।’ তিনি বলেন, ‘এটি সবাই জানে যে, ‘তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। কিন্তু নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমনটা হলে, বিশেষ করে নির্বাচনের ফলাফল যদি সবাই মেনে না নেয়, তাহলে দেশ সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে যাবে।
পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার নওয়াজ শরিফের সাজা স্থগিত করেছে উল্লেখ করে বুখারি বলেন, ‘যতই দিন যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষপাতিত্ব আরও স্পষ্ট হচ্ছে। কিসের ভিত্তিতে পাঞ্জাব সরকার এই সাজা বাতিল করেছে?’
এদিকে পিপিপির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানা ফারুক লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পিপিপি এটি পরিষ্কার করে জানাচ্ছে যে, ‘পিটিআইকে বাদ দিয়ে’ কোনো ধরনের নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে না। ইমরান খান ও তাঁর দল কী করেছে, তা আমরা সমর্থন করি না, যে যা করেছে তার ফল ভোগ করবে। কিন্তু এটি আমাদের মাথায় রাখতে হবে যে, পিটিআইকে বাদ দিয়ে কোনো ধরনের নির্বাচনের ফলাফল কারও কাছে গ্রহণযোগ্য হবে না।’
শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে এবং দলের প্রধান নওয়াজ শরিফকে বিশেষ সুবিধা দিচ্ছে। পাশাপাশি দলটি নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপি সেক্রেটারি জেনারেল নায়ার বুখারি এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন বিলম্বিত হলে কী সংকট দেখা দিতে পারে, সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ বা তফসিল ঘোষণা করা হয়নি। ফলে দেশটিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয় নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নায়ার বুখারি বলেছেন, ‘নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না করায় নির্বাচন কমিশন দেশের জনগণ ও সর্বোচ্চ আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য।’ তিনি বলেন, ‘এটি সবাই জানে যে, ‘তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। কিন্তু নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমনটা হলে, বিশেষ করে নির্বাচনের ফলাফল যদি সবাই মেনে না নেয়, তাহলে দেশ সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে যাবে।
পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার নওয়াজ শরিফের সাজা স্থগিত করেছে উল্লেখ করে বুখারি বলেন, ‘যতই দিন যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষপাতিত্ব আরও স্পষ্ট হচ্ছে। কিসের ভিত্তিতে পাঞ্জাব সরকার এই সাজা বাতিল করেছে?’
এদিকে পিপিপির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানা ফারুক লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পিপিপি এটি পরিষ্কার করে জানাচ্ছে যে, ‘পিটিআইকে বাদ দিয়ে’ কোনো ধরনের নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে না। ইমরান খান ও তাঁর দল কী করেছে, তা আমরা সমর্থন করি না, যে যা করেছে তার ফল ভোগ করবে। কিন্তু এটি আমাদের মাথায় রাখতে হবে যে, পিটিআইকে বাদ দিয়ে কোনো ধরনের নির্বাচনের ফলাফল কারও কাছে গ্রহণযোগ্য হবে না।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫