সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে দুর্ঘটনায় নিহত হন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বিকেলে মন্ত্রী আবদুশ শাকুর হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। টুইটার পোস্টে পুলিশ জানিয়েছে, মন্ত্রীকে বহন করা গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো গাড়ি ধাক্কা মারে। মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা হিলাক্স রেভোতে পাঁচজন ছিলেন। গাড়িটি ও এর চালককে আটক করা হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, ‘আবদুশ শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িতে তিনি একা ছিলেন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মন্ত্রী মারা যান।’
আইজিপি আরও জানান, ‘এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আর ওই গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন।’
মুফতি আবদুশ শাকুর পাকিস্তানের একটি আদিবাসী এলাকা থেকে জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের হয়ে পার্লামেন্ট সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন।
ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি শোক জানানোর পাশাপাশি মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে দুর্ঘটনায় নিহত হন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বিকেলে মন্ত্রী আবদুশ শাকুর হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। টুইটার পোস্টে পুলিশ জানিয়েছে, মন্ত্রীকে বহন করা গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো গাড়ি ধাক্কা মারে। মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা হিলাক্স রেভোতে পাঁচজন ছিলেন। গাড়িটি ও এর চালককে আটক করা হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, ‘আবদুশ শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িতে তিনি একা ছিলেন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মন্ত্রী মারা যান।’
আইজিপি আরও জানান, ‘এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আর ওই গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন।’
মুফতি আবদুশ শাকুর পাকিস্তানের একটি আদিবাসী এলাকা থেকে জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের হয়ে পার্লামেন্ট সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন।
ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি শোক জানানোর পাশাপাশি মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫