পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০টি আসনের মধ্যে ১৫টি আসনেই জিতেছে পিটিআই। অন্যদিকে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে মাত্র চারটি আসন। একটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ রফিউদ্দিন বুখারি। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, পিটিআই মধ্য পাঞ্জাবে পাঁচটি, উত্তরে পাঁচটি এবং দক্ষিণ পাঞ্জাবে বেশ কয়েকটি আসন জিতেছে। পাঞ্জাব প্রদেশের ১৪টি জেলায় অনুষ্ঠিত উপনির্বাচনে ইমরান খানের দল লাহোরে একটি, দক্ষিণ পাঞ্জাবে তিনটি এবং উত্তরে একটি আসন হারিয়েছে।
একই সময়ে ক্ষমতাসীন পিএমএল-এন মাত্র চারটি আসনে জিতেছে। কারণ লাহোরের একটি আসন ছাড়া বাকি নির্বাচনী এলাকায় পিএমএল-এন প্রার্থীরা দলবদল করেছে।
এদিকে নির্বাচনের বেসরকারি ফল জানার পর পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় পাঞ্জাবের দলীয় কর্মী ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া তিনি পিটিআইয়ের মিত্র পিএমএল-কিউ, মজলিশ-ই-ওয়াহদাতুল মুসলিমীন (এমডব্লিউএম) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর নেতা–কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।
টুইটার পোস্টে নির্বাচন কমিশনকে ‘সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’ বলেও অভিযোগ করেছেন ইমরান খান। তিনি লিখেছেন, এখান থেকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা। অন্য কোনো পথ শুধুমাত্র বৃহত্তর রাজনৈতিক অনিশ্চয়তা এবং আরও অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে।’
নির্বাচনের ফলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন পিএমএল-এন সহসভাপতি মরিয়ম নওয়াজ। তিনি নির্বাচনের ফল জানার পর পরই টুইটার পোস্টে বলেছেন, ‘নির্বাচনের এই ফল উদারচিত্তে মেনে নেওয়া উচিত এবং জনগণের সিদ্ধান্তের সামনে মাথা নত করা উচিত। জয়-পরাজয় রাজনীতিরই অংশ।’ তিনি তাঁর দলকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করার এবং তা দূর করার জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০টি আসনের মধ্যে ১৫টি আসনেই জিতেছে পিটিআই। অন্যদিকে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে মাত্র চারটি আসন। একটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ রফিউদ্দিন বুখারি। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, পিটিআই মধ্য পাঞ্জাবে পাঁচটি, উত্তরে পাঁচটি এবং দক্ষিণ পাঞ্জাবে বেশ কয়েকটি আসন জিতেছে। পাঞ্জাব প্রদেশের ১৪টি জেলায় অনুষ্ঠিত উপনির্বাচনে ইমরান খানের দল লাহোরে একটি, দক্ষিণ পাঞ্জাবে তিনটি এবং উত্তরে একটি আসন হারিয়েছে।
একই সময়ে ক্ষমতাসীন পিএমএল-এন মাত্র চারটি আসনে জিতেছে। কারণ লাহোরের একটি আসন ছাড়া বাকি নির্বাচনী এলাকায় পিএমএল-এন প্রার্থীরা দলবদল করেছে।
এদিকে নির্বাচনের বেসরকারি ফল জানার পর পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় পাঞ্জাবের দলীয় কর্মী ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া তিনি পিটিআইয়ের মিত্র পিএমএল-কিউ, মজলিশ-ই-ওয়াহদাতুল মুসলিমীন (এমডব্লিউএম) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর নেতা–কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।
টুইটার পোস্টে নির্বাচন কমিশনকে ‘সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’ বলেও অভিযোগ করেছেন ইমরান খান। তিনি লিখেছেন, এখান থেকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা। অন্য কোনো পথ শুধুমাত্র বৃহত্তর রাজনৈতিক অনিশ্চয়তা এবং আরও অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে।’
নির্বাচনের ফলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন পিএমএল-এন সহসভাপতি মরিয়ম নওয়াজ। তিনি নির্বাচনের ফল জানার পর পরই টুইটার পোস্টে বলেছেন, ‘নির্বাচনের এই ফল উদারচিত্তে মেনে নেওয়া উচিত এবং জনগণের সিদ্ধান্তের সামনে মাথা নত করা উচিত। জয়-পরাজয় রাজনীতিরই অংশ।’ তিনি তাঁর দলকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করার এবং তা দূর করার জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫