Ajker Patrika

তালেবানকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রের: ইমরান খান 

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ০১
তালেবানকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রের: ইমরান খান 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আজ হোক আর কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রের। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন । পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভিও এই সাক্ষাৎকারের বিষয়টি জানিয়েছে। 

সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন,  পাকিস্তান যদি একতরফাভাবে তালেবানকে স্বীকৃতি দেয়, তাহলে আফগানিস্তানে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ , চীন ও রাশিয়াকে স্বীকৃতি দিতে হবে।

তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইমরান খান বলেন, এ ব্যাপারে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে এবং পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

তালেবানের কাবুল দখল করা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাবুল দখলের সময় রক্তপাত নিয়ে আমরা ভীত ছিলাম এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপ্রত্যাশিত ছিল।

 আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা আছে বলে গুঞ্জন রয়েছে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত