সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’
এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’
এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫