প্রায় চার বছরের স্বেচ্ছায় নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ। গতকাল শনিবার তিনি বলেন, রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদন অনুসারে, দেশের উন্নয়নের স্বার্থে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনবারের এ প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ লন্ডন থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান। ২০১৯ সালে দেশ ছাড়ার আগে আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর, আগামী বছরের নির্বাচনের জন্য হাজার হাজার সমর্থকের সমাবেশে তাঁর দলের প্রচার শুরু করতে লাহোরের উদ্দেশে রওনা হন।
দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে থাকতে না পারলেও রেকর্ড মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজ।
লাহোরের মিনার-ই-পাকিস্তানে দেওয়া ভাষণে ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তবে আমি দেশে কোনো দারিদ্র্য বা নিরক্ষরতা দেখতে চাই না।’
চিরচেনা লাল রুমাল বেঁধে জনতার উদ্দেশে নওয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে অনেক দিন পর আমার দেখা হচ্ছে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা অটুট আছে। আপনারা কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি এবং আমিও কখনো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।’
নওয়াজ বলেন, চার বছর পরে ফিরলেও দেশের সেবা করার জন্য তাঁর যে হৃদয়ের অনুভূতি সেটি মরে যায়নি।
দেশের সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে হারানো মর্যাদা ফিরে পাওয়া যায়।’
প্রায় চার বছরের স্বেচ্ছায় নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ। গতকাল শনিবার তিনি বলেন, রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদন অনুসারে, দেশের উন্নয়নের স্বার্থে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনবারের এ প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ লন্ডন থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান। ২০১৯ সালে দেশ ছাড়ার আগে আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর, আগামী বছরের নির্বাচনের জন্য হাজার হাজার সমর্থকের সমাবেশে তাঁর দলের প্রচার শুরু করতে লাহোরের উদ্দেশে রওনা হন।
দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে থাকতে না পারলেও রেকর্ড মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজ।
লাহোরের মিনার-ই-পাকিস্তানে দেওয়া ভাষণে ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তবে আমি দেশে কোনো দারিদ্র্য বা নিরক্ষরতা দেখতে চাই না।’
চিরচেনা লাল রুমাল বেঁধে জনতার উদ্দেশে নওয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে অনেক দিন পর আমার দেখা হচ্ছে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা অটুট আছে। আপনারা কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি এবং আমিও কখনো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।’
নওয়াজ বলেন, চার বছর পরে ফিরলেও দেশের সেবা করার জন্য তাঁর যে হৃদয়ের অনুভূতি সেটি মরে যায়নি।
দেশের সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে হারানো মর্যাদা ফিরে পাওয়া যায়।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫