পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ‘দুর্ঘটনাবশত’ ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের রহস্য উদ্ঘাটনে যৌথ তদন্ত ও ঘটনার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের প্রতি এই আহ্বান জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, তাঁরা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ বিষয়ে ভারতের বিবৃতিকে আমলে নিয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ঘটনাস্থলের আশপাশের তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার জন্য যৌথ তদন্তের দাবি করেছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার গুরুতর প্রকৃতি দুই দেশের মধ্যকার নিরাপত্তা, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অননুমোদিত উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সুরক্ষা বিষয়ে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন হাজির করে। এ কারণে যোগ করে যে ভারতকে অবশ্যই বিষয়টি পরিষ্কার করতে হবে। কোন পরিস্থিতি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তে আঘাত হানতে পেরেছে তা পরিষ্কার করতে হবে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তৎক্ষণাৎ পাকিস্তানকে ‘দুর্ঘটনাবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পাকিস্তান জানতে চাওয়ার আগে জানাতে ব্যর্থ হয়েছে সে বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে।
ইসলামাবাদ ক্ষেপণাস্ত্রটি ভারতের সেনাবাহিনীর সদস্য কর্তৃক নাকি কোনো দুর্বৃত্ত গোষ্ঠী কর্তৃক নিক্ষেপিত হয়েছিল তা পরিষ্কারভাবে জানাতে বলেছে।
এ দিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ বলেছেন, ‘অসাবধানতাবশত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ইসলামাবাদকে অতি দ্রুত অবহিত না করে নয়া দিল্লি “অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন”আচরণ করেছে।’
ইউসুফ এক টুইটে বলেছেন, ‘এই বিস্ফোরণ দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক তা নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতিও তদন্ত করা উচিত।’
এর আগে, গত বুধবার ভারতীয় সেনাবাহিনীর মহড়া চলাকালীন ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ‘দুর্ঘটনাবশত’ ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের রহস্য উদ্ঘাটনে যৌথ তদন্ত ও ঘটনার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের প্রতি এই আহ্বান জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, তাঁরা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ বিষয়ে ভারতের বিবৃতিকে আমলে নিয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ঘটনাস্থলের আশপাশের তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার জন্য যৌথ তদন্তের দাবি করেছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার গুরুতর প্রকৃতি দুই দেশের মধ্যকার নিরাপত্তা, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অননুমোদিত উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সুরক্ষা বিষয়ে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন হাজির করে। এ কারণে যোগ করে যে ভারতকে অবশ্যই বিষয়টি পরিষ্কার করতে হবে। কোন পরিস্থিতি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তে আঘাত হানতে পেরেছে তা পরিষ্কার করতে হবে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তৎক্ষণাৎ পাকিস্তানকে ‘দুর্ঘটনাবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পাকিস্তান জানতে চাওয়ার আগে জানাতে ব্যর্থ হয়েছে সে বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে।
ইসলামাবাদ ক্ষেপণাস্ত্রটি ভারতের সেনাবাহিনীর সদস্য কর্তৃক নাকি কোনো দুর্বৃত্ত গোষ্ঠী কর্তৃক নিক্ষেপিত হয়েছিল তা পরিষ্কারভাবে জানাতে বলেছে।
এ দিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ বলেছেন, ‘অসাবধানতাবশত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ইসলামাবাদকে অতি দ্রুত অবহিত না করে নয়া দিল্লি “অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন”আচরণ করেছে।’
ইউসুফ এক টুইটে বলেছেন, ‘এই বিস্ফোরণ দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক তা নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতিও তদন্ত করা উচিত।’
এর আগে, গত বুধবার ভারতীয় সেনাবাহিনীর মহড়া চলাকালীন ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫