পাকিস্তানে নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ব্লাসফেমি-বিরোধী বিক্ষোভে দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে চার পুলিশ নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, টিএলপির সদস্যদের একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। তাঁরা রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন।
পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি ও পিস্তল ব্যবহার করেছেন। এ কারণেই পুলিশ বাহিনীতে হতাহতের পরিমাণ এত বেশি।
সাদ রিজভির মুখপাত্র সাজিদ সাইফি দাবি করেছেন, পুলিশের গুলিতে টিএলপির দুই সমর্থকও নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের মধ্যে কেউ নিহত হয়েছেন এমন কোনো সংবাদ তাঁদের কাছে নেই।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানীতে টিএলপির সমাবেশ রুখতে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, তবে কঠিন জবাব দেওয়া হবে।’
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, টিএলপি তাদের নেতা সাদ রিজভির মুক্তির জন্য আন্দোলন করছে। সাদ রিজভিকে গত এপ্রিলে গ্রেপ্তার করা হয়। তখন দলটিকেও নিষিদ্ধ করা হয়। টিএলপির দাবি, ফ্রান্সের ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে।
পাকিস্তানে নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ব্লাসফেমি-বিরোধী বিক্ষোভে দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে চার পুলিশ নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, টিএলপির সদস্যদের একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। তাঁরা রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন।
পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি ও পিস্তল ব্যবহার করেছেন। এ কারণেই পুলিশ বাহিনীতে হতাহতের পরিমাণ এত বেশি।
সাদ রিজভির মুখপাত্র সাজিদ সাইফি দাবি করেছেন, পুলিশের গুলিতে টিএলপির দুই সমর্থকও নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের মধ্যে কেউ নিহত হয়েছেন এমন কোনো সংবাদ তাঁদের কাছে নেই।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানীতে টিএলপির সমাবেশ রুখতে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, তবে কঠিন জবাব দেওয়া হবে।’
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, টিএলপি তাদের নেতা সাদ রিজভির মুক্তির জন্য আন্দোলন করছে। সাদ রিজভিকে গত এপ্রিলে গ্রেপ্তার করা হয়। তখন দলটিকেও নিষিদ্ধ করা হয়। টিএলপির দাবি, ফ্রান্সের ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫