অনলাইন ডেস্ক
বেলজিয়ামে অনুষ্ঠিত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার ব্রাসেলসে ফেডারেল প্রসিকিউটর অফিস এক লিখিত বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত দুটি আইনি অভিযোগ দায়েরের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক ওই দুটি অভিযোগ দায়ের করে। গত শুক্র ও শনিবার অভিযোগ জমা দেওয়ার পর প্রসিকিউটর অফিস পুলিশের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসিকিউটর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে বেলজিয়ামের নতুন একটি আইন চালু হয়েছে, যার ফলে দেশের আদালত এখন বিদেশে সংঘটিত যুদ্ধাপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে—যদি বেলজিয়াম ওই বিষয়ে আন্তর্জাতিক চুক্তিতে সই করে থাকে। এই আইনের আওতায় রয়েছে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৮৪ সালের জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদ।
তদন্ত চলমান থাকায় এ বিষয়ে খুব বেশি তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রসিকিউটর অফিস।
হিন্দ রজব ফাউন্ডেশন গাজার এক শিশুর স্মরণে ২০২৩ সালে গঠিত হয়। জীবন বাঁচাতে পালানোর সময় ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ওই শিশু। সংগঠনটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিভিন্ন দেশে একাধিক মামলা করেছে।
গত সোমবার দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘আমরা বেলজিয়াম সরকারের স্বাধীন তদন্তের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আশা করি, এই প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। বিচার এখানেই থেমে গেলে চলবে না—আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগে যাদের নাম রয়েছে, তাঁদের একজন সেনা সদস্য এবং অন্যজন সাধারণ নাগরিক। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।
এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ তীব্রতর হচ্ছে। সোমবার ২০টির বেশি পশ্চিমা দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে গাজা যুদ্ধের অবসান দাবি করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিবৃতিদাতারা জানান, ‘গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। যুদ্ধ এখনই থামাতে হবে।’
বেলজিয়ামে অনুষ্ঠিত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার ব্রাসেলসে ফেডারেল প্রসিকিউটর অফিস এক লিখিত বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত দুটি আইনি অভিযোগ দায়েরের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক ওই দুটি অভিযোগ দায়ের করে। গত শুক্র ও শনিবার অভিযোগ জমা দেওয়ার পর প্রসিকিউটর অফিস পুলিশের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসিকিউটর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে বেলজিয়ামের নতুন একটি আইন চালু হয়েছে, যার ফলে দেশের আদালত এখন বিদেশে সংঘটিত যুদ্ধাপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে—যদি বেলজিয়াম ওই বিষয়ে আন্তর্জাতিক চুক্তিতে সই করে থাকে। এই আইনের আওতায় রয়েছে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৮৪ সালের জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদ।
তদন্ত চলমান থাকায় এ বিষয়ে খুব বেশি তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রসিকিউটর অফিস।
হিন্দ রজব ফাউন্ডেশন গাজার এক শিশুর স্মরণে ২০২৩ সালে গঠিত হয়। জীবন বাঁচাতে পালানোর সময় ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ওই শিশু। সংগঠনটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিভিন্ন দেশে একাধিক মামলা করেছে।
গত সোমবার দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘আমরা বেলজিয়াম সরকারের স্বাধীন তদন্তের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আশা করি, এই প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। বিচার এখানেই থেমে গেলে চলবে না—আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগে যাদের নাম রয়েছে, তাঁদের একজন সেনা সদস্য এবং অন্যজন সাধারণ নাগরিক। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।
এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ তীব্রতর হচ্ছে। সোমবার ২০টির বেশি পশ্চিমা দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে গাজা যুদ্ধের অবসান দাবি করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিবৃতিদাতারা জানান, ‘গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। যুদ্ধ এখনই থামাতে হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে