গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি।
এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’
এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি।
এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’
এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে