বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় চালু করেছে। ইসরায়েলে ইরানি আক্রমণের পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল বিমান চলাচল। তবে উত্তেজনা অনেকটাই থিতিয়ে আসায় এই অঞ্চলের আকাশে ফের বিমান চলাচল চালু করা হচ্ছে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এমিরেটস, কাতার ও ইতিহাদ এয়ারওয়েজের মতো জায়ান্ট বিমান পরিবহন কোম্পানিগুলো ইরান-ইসরায়েলে উত্তেজনার মধ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছিল।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, গতকাল জর্ডান, লেবানন ও ইরাকে তাদের নিয়মিত ফ্লাইট ফের শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা আবুধাবি, তেল আবিব, আম্মান ও বৈরুতে আজ সোমবার থেকে তাদের কার্গো ও যাত্রীবাহী ফ্লাইট শুরু করবে।
ইতিহাদ এয়ারওয়েজও একই ধরনের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, সাময়িকভাবে বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে তাদের ফ্লাইট আজ সোমবার থেকে ফের শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইও এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের কারণে তাদের কিছু ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর বাইরে লেবানন, মিসর ও কুয়েতের বিমান পরিবহন সংস্থাগুলোও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জর্ডান, ইরাক ও লেবানন রোববার সকালে ঘোষণা দেয়, তাঁরা আবারও তাদের ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসাও মধ্যপ্রাচ্যের আম্মান, ইরবিল ও তেল আবিবগামী বেশ কয়েক ফ্লাইট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পাশাপাশি সংস্থাটি বৈরুত ও তেহরান অভিমুখী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জার্মানির পাশাপাশি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির মূল্যায়ন করছে। উপযুক্ত সময়ে দেশগুলোর বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পুনরায় চালু করবে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় চালু করেছে। ইসরায়েলে ইরানি আক্রমণের পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল বিমান চলাচল। তবে উত্তেজনা অনেকটাই থিতিয়ে আসায় এই অঞ্চলের আকাশে ফের বিমান চলাচল চালু করা হচ্ছে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এমিরেটস, কাতার ও ইতিহাদ এয়ারওয়েজের মতো জায়ান্ট বিমান পরিবহন কোম্পানিগুলো ইরান-ইসরায়েলে উত্তেজনার মধ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছিল।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, গতকাল জর্ডান, লেবানন ও ইরাকে তাদের নিয়মিত ফ্লাইট ফের শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা আবুধাবি, তেল আবিব, আম্মান ও বৈরুতে আজ সোমবার থেকে তাদের কার্গো ও যাত্রীবাহী ফ্লাইট শুরু করবে।
ইতিহাদ এয়ারওয়েজও একই ধরনের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, সাময়িকভাবে বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে তাদের ফ্লাইট আজ সোমবার থেকে ফের শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইও এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের কারণে তাদের কিছু ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর বাইরে লেবানন, মিসর ও কুয়েতের বিমান পরিবহন সংস্থাগুলোও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জর্ডান, ইরাক ও লেবানন রোববার সকালে ঘোষণা দেয়, তাঁরা আবারও তাদের ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসাও মধ্যপ্রাচ্যের আম্মান, ইরবিল ও তেল আবিবগামী বেশ কয়েক ফ্লাইট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পাশাপাশি সংস্থাটি বৈরুত ও তেহরান অভিমুখী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জার্মানির পাশাপাশি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির মূল্যায়ন করছে। উপযুক্ত সময়ে দেশগুলোর বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পুনরায় চালু করবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে