গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে নামলেও প্রায় তিন মাস যুদ্ধ চালিয়ে সংগঠনটির মাত্র ২০-৩০ শতাংশ সদস্যকে হত্যা করতে পেরেছে। যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, হামাস এখনো ‘কয়েক মাস ধরে’ ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করতে এবং ইসরায়েলে রকেট ছুড়তে সক্ষম।
প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস প্রায় ১৬ হাজার হামাস যোদ্ধা আহত হয়েছেন এবং তাঁদের প্রায় অর্ধেকের যুদ্ধক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এমনটি মনে করে না। দেশটির গোয়েন্দাদের অনুমান ১০ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৭০০ যোদ্ধা নিহত হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারেন।
মার্কিন সংবাদপত্রটি জানিয়েছে, বাইডেন প্রশাসন এই যুদ্ধে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। যুদ্ধের কৌশল পরিবর্তন ও হামাস নেতাদের লক্ষ্যবস্তু করে অভিযান চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।
একজন সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, হামাসের লক্ষ্য ‘হেরে যাওয়া নয়’ এবং জয়ের চেয়ে সংঘাতে টিকে থাকা।
ইসরায়েলের সামাজিক নিরাপত্তা সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ফলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৬৯৫ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ৩৭৩ জন যোদ্ধা রয়েছে। এ ছাড়া বেসামরিক ও সৈন্যসহ দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী হিসেবে গাজায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় পরবর্তী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং যুদ্ধ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছে।
গাজার ২৩ লাখ জনসংখ্যার বেশির ভাগই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েলের অবরোধে উপত্যকাটির অধিবাসী দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের মোট যোদ্ধা বা শত্রুতার সময় নিহতের মোট সংখ্যা ঘোষণা করেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, জানুয়ারিতে এক মার্কিন প্রতিবেদনে অনুমান করা হয় যুদ্ধের আগে হামাসের ২৫ থেকে ৩০ হাজার যোদ্ধা ছিল। ইসরায়েলের অনুমানও ছিল ৩০ হাজারের মতো।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে নামলেও প্রায় তিন মাস যুদ্ধ চালিয়ে সংগঠনটির মাত্র ২০-৩০ শতাংশ সদস্যকে হত্যা করতে পেরেছে। যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, হামাস এখনো ‘কয়েক মাস ধরে’ ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করতে এবং ইসরায়েলে রকেট ছুড়তে সক্ষম।
প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস প্রায় ১৬ হাজার হামাস যোদ্ধা আহত হয়েছেন এবং তাঁদের প্রায় অর্ধেকের যুদ্ধক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এমনটি মনে করে না। দেশটির গোয়েন্দাদের অনুমান ১০ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৭০০ যোদ্ধা নিহত হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারেন।
মার্কিন সংবাদপত্রটি জানিয়েছে, বাইডেন প্রশাসন এই যুদ্ধে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। যুদ্ধের কৌশল পরিবর্তন ও হামাস নেতাদের লক্ষ্যবস্তু করে অভিযান চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।
একজন সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, হামাসের লক্ষ্য ‘হেরে যাওয়া নয়’ এবং জয়ের চেয়ে সংঘাতে টিকে থাকা।
ইসরায়েলের সামাজিক নিরাপত্তা সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ফলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৬৯৫ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ৩৭৩ জন যোদ্ধা রয়েছে। এ ছাড়া বেসামরিক ও সৈন্যসহ দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী হিসেবে গাজায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় পরবর্তী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং যুদ্ধ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছে।
গাজার ২৩ লাখ জনসংখ্যার বেশির ভাগই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েলের অবরোধে উপত্যকাটির অধিবাসী দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের মোট যোদ্ধা বা শত্রুতার সময় নিহতের মোট সংখ্যা ঘোষণা করেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, জানুয়ারিতে এক মার্কিন প্রতিবেদনে অনুমান করা হয় যুদ্ধের আগে হামাসের ২৫ থেকে ৩০ হাজার যোদ্ধা ছিল। ইসরায়েলের অনুমানও ছিল ৩০ হাজারের মতো।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫