অনলাইন ডেস্ক
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে একটি ‘সুযোগ এখন রয়েছে’। ইরান, যুক্তরাজ্য ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিতে তিনি জেনেভায় যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতি বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনের এখনই সময়। এই সংঘাতে কারও লাভ নেই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে ল্যামি যোগ করেছেন যে, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ এখন রয়েছে।’
ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে দুই সপ্তাহের জন্য কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ দেবেন।
ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি কায়া ক্যাল্লাস, আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা।
সুইজারল্যান্ডে এই সফরের আগে ল্যামি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন। কীভাবে একটি চুক্তি গভীর সংঘাত এড়াতে পারে, সেই বিষয়টিই তাঁদের আলোচনায় মুখ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় অগ্রগতির জন্য দরজা খোলা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘এটি ইউরোপীয় নেতা এবং ইরানের মধ্যে একটি বৈঠক। প্রেসিডেন্ট আমাদের মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন, যাতে ইরানকে চুক্তির কাছাকাছি আনা যেতে পারে।’
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে একটি ‘সুযোগ এখন রয়েছে’। ইরান, যুক্তরাজ্য ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিতে তিনি জেনেভায় যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতি বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনের এখনই সময়। এই সংঘাতে কারও লাভ নেই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে ল্যামি যোগ করেছেন যে, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ এখন রয়েছে।’
ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে দুই সপ্তাহের জন্য কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ দেবেন।
ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি কায়া ক্যাল্লাস, আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা।
সুইজারল্যান্ডে এই সফরের আগে ল্যামি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন। কীভাবে একটি চুক্তি গভীর সংঘাত এড়াতে পারে, সেই বিষয়টিই তাঁদের আলোচনায় মুখ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় অগ্রগতির জন্য দরজা খোলা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘এটি ইউরোপীয় নেতা এবং ইরানের মধ্যে একটি বৈঠক। প্রেসিডেন্ট আমাদের মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন, যাতে ইরানকে চুক্তির কাছাকাছি আনা যেতে পারে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে