গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী গতকাল শুক্রবার ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। চুক্তির শর্ত অনুসারে দ্বিতীয় দফায় যে কজন জিম্মিকে হামাস মুক্ত করবে, তার তালিকা ইসরায়েলের কাছে পৌঁছে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতির দ্বিতীয় দিন অর্থাৎ আজ শনিবার হামাস যে কয়জন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা পেয়েছে বলে জানিয়েছে। তবে হামাস দ্বিতীয় দফায় কতজনকে মুক্তি দেবে, সে বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো তথ্য দেয়নি। তারা জানিয়েছে, তালিকা যাচাই-বাছাইয়ের পর জিম্মি ইসরায়েলিদের পরিবারকে জানানো হবে।
এর আগে গতকাল যে কজনকে মুক্তি দেওয়া হয়েছিল, নেতানিয়াহু প্রশাসন আগেই তাদের পরিবারকে জানিয়ে রেখেছিল। পাশাপাশি যারা এখনো মুক্তি পায়নি, তাদের পরিবারকেও আগেভাগেই জানিয়ে রেখেছিল। জিম্মি মুক্তির বিষয়টি নিয়ে ইসরায়েলি ও আন্তর্জাতিক গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
উল্লেখ্য, কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী আজ ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে ১২ জন থাইল্যান্ডের নাগরিক, বাকিরা ইসরায়েলের। ইসরায়েল জানিয়েছে, এই জিম্মিদের সবাই দেশে ফিরেছে।
ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে পাথর ছোড়া থেকে হত্যাচেষ্টা পর্যন্ত নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুসারে, রেডক্রসের বাস পশ্চিম তীরের ওফের কারাগারে পৌঁছে গেছে, যেখানে ২৪ নারী ও ১৫ শিশুকে মুক্তি দেওয়া হবে। তাঁদের পশ্চিম তীরের ইসরায়েলি সামরিক চেকপয়েন্টে স্থানান্তরিত করা হবে এবং এরপর বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলে ইসরায়েলের কারা পরিষেবা থেকে জানানো হয়।
৩০০ নারী ও অপ্রাপ্তবয়স্ক বন্দীদের মধ্যে থেকে এই ৩৯ জন বন্দীকে বাছাই করা হয়েছে। এ তালিকার চার ভাগের এক ভাগ বন্দীকেও দোষী সাব্যস্ত করা হয়নি। বেশির ভাগকেই রিমান্ডে আটকে রাখা হয়েছে এবং বিচারকার্য শুরুর অপেক্ষায় রয়েছে। এ তালিকার বেশির ভাগই শিশু, অর্থাৎ ৪০ শতাংশেরই বয়স ১৮-এর নিচে। এর মধ্যে এক কিশোরী ও ৩২ জন নারীও রয়েছেন। ৩৯ বন্দীর পরিবার তাদের ফিরিয়ে নেওয়ার জন্য নিকটবর্তী চেকপয়েন্টে সমবেত হতে শুরু করেছে।
গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী গতকাল শুক্রবার ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। চুক্তির শর্ত অনুসারে দ্বিতীয় দফায় যে কজন জিম্মিকে হামাস মুক্ত করবে, তার তালিকা ইসরায়েলের কাছে পৌঁছে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতির দ্বিতীয় দিন অর্থাৎ আজ শনিবার হামাস যে কয়জন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা পেয়েছে বলে জানিয়েছে। তবে হামাস দ্বিতীয় দফায় কতজনকে মুক্তি দেবে, সে বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো তথ্য দেয়নি। তারা জানিয়েছে, তালিকা যাচাই-বাছাইয়ের পর জিম্মি ইসরায়েলিদের পরিবারকে জানানো হবে।
এর আগে গতকাল যে কজনকে মুক্তি দেওয়া হয়েছিল, নেতানিয়াহু প্রশাসন আগেই তাদের পরিবারকে জানিয়ে রেখেছিল। পাশাপাশি যারা এখনো মুক্তি পায়নি, তাদের পরিবারকেও আগেভাগেই জানিয়ে রেখেছিল। জিম্মি মুক্তির বিষয়টি নিয়ে ইসরায়েলি ও আন্তর্জাতিক গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
উল্লেখ্য, কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী আজ ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে ১২ জন থাইল্যান্ডের নাগরিক, বাকিরা ইসরায়েলের। ইসরায়েল জানিয়েছে, এই জিম্মিদের সবাই দেশে ফিরেছে।
ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে পাথর ছোড়া থেকে হত্যাচেষ্টা পর্যন্ত নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুসারে, রেডক্রসের বাস পশ্চিম তীরের ওফের কারাগারে পৌঁছে গেছে, যেখানে ২৪ নারী ও ১৫ শিশুকে মুক্তি দেওয়া হবে। তাঁদের পশ্চিম তীরের ইসরায়েলি সামরিক চেকপয়েন্টে স্থানান্তরিত করা হবে এবং এরপর বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলে ইসরায়েলের কারা পরিষেবা থেকে জানানো হয়।
৩০০ নারী ও অপ্রাপ্তবয়স্ক বন্দীদের মধ্যে থেকে এই ৩৯ জন বন্দীকে বাছাই করা হয়েছে। এ তালিকার চার ভাগের এক ভাগ বন্দীকেও দোষী সাব্যস্ত করা হয়নি। বেশির ভাগকেই রিমান্ডে আটকে রাখা হয়েছে এবং বিচারকার্য শুরুর অপেক্ষায় রয়েছে। এ তালিকার বেশির ভাগই শিশু, অর্থাৎ ৪০ শতাংশেরই বয়স ১৮-এর নিচে। এর মধ্যে এক কিশোরী ও ৩২ জন নারীও রয়েছেন। ৩৯ বন্দীর পরিবার তাদের ফিরিয়ে নেওয়ার জন্য নিকটবর্তী চেকপয়েন্টে সমবেত হতে শুরু করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫