যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দীদের মুক্তি শুক্রবারের আগে হচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপিকে আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেবি।
তিনি বলেন, ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের মধ্যে শুক্রবারের আগে লড়াই থামবে না। জিম্মিমুক্তির চুক্তিও এক দিন পিছিয়ে যাওয়ার কথা জানান তিনি। ইসরায়েলের আরও একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি কার্যকর শুরুর কথা থাকলেও লড়াই থামছে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেবি বলেন, জিম্মিদের মুক্তির বিষয়ে আলাপ-আলোচনা দ্রুত এগোচ্ছে। দুই পক্ষের (হামাস ও ইসরায়েল) মধ্যে মূল চুক্তি অনুযায়ী জিম্মিমুক্তি শুরু হবে। তবে সেটা শুক্রবারের আগে নয়।
এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম ক্যান জানিয়েছে, হামাস ও মধ্যস্থতাকারী কাতার চুক্তিতে স্বাক্ষর না করার কারণে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি শুরু করতে ২৪ ঘণ্টা বিলম্ব হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ক্যান বলে, ‘আগামীকাল বন্দিমুক্তি শুরু করার বিষয়টি গণমাধ্যম ছাড়া কেউই বলেনি। আমাদের এটা পরিষ্কার করতে হবে যে শুক্রবারের আগে বন্দিমুক্তির কোনো পরিকল্পনা নেই। কারণ, জিম্মিদের পরিবার অনিশ্চয়তার মধ্যে আছে।’
ইসরায়েলের গণমাধ্যম ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, হামাস যে জিম্মিদের মুক্তি দেবে, তার তালিকা এখনো পায়নি ইসরায়েল।
গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে ইসরায়েল সরকার ও অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সম্মত হওয়ার খবর পাওয়া গিয়েছিল গতকাল বুধবার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির আওতায় চার দিন যুদ্ধবিরতি দেওয়া হবে। পাশাপাশি ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিপরীতে ইসরায়েল দেশটিতে বন্দী ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ ছাড়া গাজায় মানবিক সহায়তাসামগ্রী বহনকারী ট্রাক বা গাড়িবহরের প্রবেশ নির্বিঘ্ন করা হবে।
এদিকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে গাজাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির এমন হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪০০ জন বেড়ে ছাড়িয়েছে ১৪ হাজার ৫০০।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দীদের মুক্তি শুক্রবারের আগে হচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপিকে আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেবি।
তিনি বলেন, ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের মধ্যে শুক্রবারের আগে লড়াই থামবে না। জিম্মিমুক্তির চুক্তিও এক দিন পিছিয়ে যাওয়ার কথা জানান তিনি। ইসরায়েলের আরও একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি কার্যকর শুরুর কথা থাকলেও লড়াই থামছে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেবি বলেন, জিম্মিদের মুক্তির বিষয়ে আলাপ-আলোচনা দ্রুত এগোচ্ছে। দুই পক্ষের (হামাস ও ইসরায়েল) মধ্যে মূল চুক্তি অনুযায়ী জিম্মিমুক্তি শুরু হবে। তবে সেটা শুক্রবারের আগে নয়।
এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম ক্যান জানিয়েছে, হামাস ও মধ্যস্থতাকারী কাতার চুক্তিতে স্বাক্ষর না করার কারণে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি শুরু করতে ২৪ ঘণ্টা বিলম্ব হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ক্যান বলে, ‘আগামীকাল বন্দিমুক্তি শুরু করার বিষয়টি গণমাধ্যম ছাড়া কেউই বলেনি। আমাদের এটা পরিষ্কার করতে হবে যে শুক্রবারের আগে বন্দিমুক্তির কোনো পরিকল্পনা নেই। কারণ, জিম্মিদের পরিবার অনিশ্চয়তার মধ্যে আছে।’
ইসরায়েলের গণমাধ্যম ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, হামাস যে জিম্মিদের মুক্তি দেবে, তার তালিকা এখনো পায়নি ইসরায়েল।
গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে ইসরায়েল সরকার ও অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সম্মত হওয়ার খবর পাওয়া গিয়েছিল গতকাল বুধবার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির আওতায় চার দিন যুদ্ধবিরতি দেওয়া হবে। পাশাপাশি ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিপরীতে ইসরায়েল দেশটিতে বন্দী ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ ছাড়া গাজায় মানবিক সহায়তাসামগ্রী বহনকারী ট্রাক বা গাড়িবহরের প্রবেশ নির্বিঘ্ন করা হবে।
এদিকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে গাজাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির এমন হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪০০ জন বেড়ে ছাড়িয়েছে ১৪ হাজার ৫০০।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫