অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে।
এই ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর ইরান প্রথমে শুরু করবে। আজ মঙ্গলবার জিএমটি ভোটর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।
ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এই সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।
আরও খবর পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে।
এই ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর ইরান প্রথমে শুরু করবে। আজ মঙ্গলবার জিএমটি ভোটর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।
ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এই সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে