অনলাইন ডেস্ক
দৈনিক দশ ঘণ্টা করে ‘মানবিক বিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার মানবিক বিরতির এই ঘোষণার পরপরই মধ্য ও উত্তর গাজায় নতুন করে বোমাবর্ষণ শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এমনকি ইসরায়েলি প্রশাসনের ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরায়েল জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) দেইর আল-বালাহ, গাজা সিটি ও আল-মাওয়াসি এলাকায় সামরিক অভিযান বন্ধ থাকবে এবং সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ত্রাণবাহী যানবাহনের জন্য নির্ধারিত করিডর খোলা থাকবে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটির এক বেকারিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যা ঘোষণায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে বর্ণিত হয়েছিল।
এই হামলার পটভূমিতে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে আরও ছয়জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশুও। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোববার জানায়, গাজার প্রতি তিনজনের একজন দিনে পর দিন না খেয়ে আছে, এবং প্রায় পাঁচ লাখ মানুষ ‘দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতির’ মধ্যে আছে। গাজার ২০ শতাংশের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক নারী বলেন, ‘আমার ওজন আগে ছিল ৫৭ কেজি, এখন ৪২ কেজি। আমার ছেলের ওজনও কমেছে। আমরা মারাত্মক অপুষ্টিতে ভুগছি। বাড়িতে খাবার নেই। বাইরেও খাবার নেই। তারপরও যা পাওয়া যায়, তা এত দাম যে আমাদের সাধ্যের বাইরে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েল নতুন করিডর খোলার অনুমতি দিলেও তা যথেষ্ট নয়। আরব আমিরাত ও জর্ডান গাজায় আকাশপথে কিছু খাদ্যসামগ্রী পাঠালেও সেগুলো নিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে। আল-জাজিরার তথ্যমতে, আকাশপথে আসা একটি ত্রাণের বাক্স সরাসরি এক তাঁবুর ওপর পড়ে আহত হয়েছে কমপক্ষে ১১জন।
দৈনিক দশ ঘণ্টা করে ‘মানবিক বিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার মানবিক বিরতির এই ঘোষণার পরপরই মধ্য ও উত্তর গাজায় নতুন করে বোমাবর্ষণ শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এমনকি ইসরায়েলি প্রশাসনের ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরায়েল জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) দেইর আল-বালাহ, গাজা সিটি ও আল-মাওয়াসি এলাকায় সামরিক অভিযান বন্ধ থাকবে এবং সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ত্রাণবাহী যানবাহনের জন্য নির্ধারিত করিডর খোলা থাকবে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটির এক বেকারিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যা ঘোষণায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে বর্ণিত হয়েছিল।
এই হামলার পটভূমিতে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে আরও ছয়জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশুও। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোববার জানায়, গাজার প্রতি তিনজনের একজন দিনে পর দিন না খেয়ে আছে, এবং প্রায় পাঁচ লাখ মানুষ ‘দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতির’ মধ্যে আছে। গাজার ২০ শতাংশের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক নারী বলেন, ‘আমার ওজন আগে ছিল ৫৭ কেজি, এখন ৪২ কেজি। আমার ছেলের ওজনও কমেছে। আমরা মারাত্মক অপুষ্টিতে ভুগছি। বাড়িতে খাবার নেই। বাইরেও খাবার নেই। তারপরও যা পাওয়া যায়, তা এত দাম যে আমাদের সাধ্যের বাইরে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েল নতুন করিডর খোলার অনুমতি দিলেও তা যথেষ্ট নয়। আরব আমিরাত ও জর্ডান গাজায় আকাশপথে কিছু খাদ্যসামগ্রী পাঠালেও সেগুলো নিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে। আল-জাজিরার তথ্যমতে, আকাশপথে আসা একটি ত্রাণের বাক্স সরাসরি এক তাঁবুর ওপর পড়ে আহত হয়েছে কমপক্ষে ১১জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে