যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫৮৯ জন। এদিকে, গাজায় ব্যাপক বিমান ও গোলন্দাজ বাহিনীর হামলার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের অপর অংশ পশ্চিম তীরে বিভিন্ন শহরেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও ইসরায়েলি বাহিনী তার ঘণ্টাখানেক আগেই হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, হামাসই আগে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুড়েছে।
তারপর থেকেই গাজায় নতুন করে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর বিমান ও গোলন্দাজ বাহিনী ব্যাপক হামলা চালাতে শুরু করে। সেই হামলায় শুক্রবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে অন্তত ৫৮৯ জন।
এদিকে গাজায় ব্যাপক হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরের বিভিন্ন শহরেও অভিযান চালানো শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম তীর থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদকের পাঠানো এক ভিডিও থেকে দেখা গেছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী পশ্চিম তীরের ইয়াত্তা ও হেবরনের দক্ষিণাঞ্চলে অভিযান চালাচ্ছে। আল জাজিরার সনদ ইউনিটের নিজস্ব ভেরিফায়েড চ্যানেলে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে।
অপর এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের কেন্দ্রস্থলে অবস্থিত সালফিতের বিদইয়া এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করছে। প্রায় একই নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরেও ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানগুলোর অধিকাংশই পরিচালনা করা হয় রাতের বেলায়। এ সময় ব্যাপক ধরপাকড় চালানো হয়।
যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫৮৯ জন। এদিকে, গাজায় ব্যাপক বিমান ও গোলন্দাজ বাহিনীর হামলার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের অপর অংশ পশ্চিম তীরে বিভিন্ন শহরেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও ইসরায়েলি বাহিনী তার ঘণ্টাখানেক আগেই হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, হামাসই আগে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুড়েছে।
তারপর থেকেই গাজায় নতুন করে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর বিমান ও গোলন্দাজ বাহিনী ব্যাপক হামলা চালাতে শুরু করে। সেই হামলায় শুক্রবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে অন্তত ৫৮৯ জন।
এদিকে গাজায় ব্যাপক হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরের বিভিন্ন শহরেও অভিযান চালানো শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম তীর থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদকের পাঠানো এক ভিডিও থেকে দেখা গেছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী পশ্চিম তীরের ইয়াত্তা ও হেবরনের দক্ষিণাঞ্চলে অভিযান চালাচ্ছে। আল জাজিরার সনদ ইউনিটের নিজস্ব ভেরিফায়েড চ্যানেলে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে।
অপর এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের কেন্দ্রস্থলে অবস্থিত সালফিতের বিদইয়া এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করছে। প্রায় একই নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরেও ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানগুলোর অধিকাংশই পরিচালনা করা হয় রাতের বেলায়। এ সময় ব্যাপক ধরপাকড় চালানো হয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫