গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫