প্রতিবেশী আরব দেশগুলোতে বিমান হামলা চালানোর পরিকল্পনা রয়েছে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের বিমানবাহিনীর কমান্ডার তোমার বার। ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনে হামলার পরিকল্পনা করছে বলে জানান তিনি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম বলছে, বিমানবাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্র ও স্থানে হামলা করতে প্রস্তুত এবং এ নিয়ে কাজ চলছে।
হুতি আনসারুল্লাহ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত মঙ্গলবার সন্ধ্যায় এইলাত অঞ্চলের বিশেষ স্থানসহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী এমন হুমকি দিল।
হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তাঁরা অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলের আশপাশে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এর মধ্যে এইলাতের উম আল-রাশরাশ এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানও ছিল। এর ২৪ ঘণ্টা পরই একই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তাঁদের সশস্ত্র বাহিনী ড্রোন দিয়ে আরেকটি সামরিক অভিযান চালায়।
সারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে তাঁর বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নিচ্ছে।
তেল আবিব গাজায় হামলা বন্ধ করা না পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলছে, লোহিত সাগরে মার্কিন রণতরি ইউএসএস টমাস হাডনার ইয়েমেনের ভূখণ্ড থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে।
পেন্টাগন নিশ্চিত করেছে, ইউএসএস টমাস হাডনারকে লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছিল।
প্রতিবেশী আরব দেশগুলোতে বিমান হামলা চালানোর পরিকল্পনা রয়েছে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের বিমানবাহিনীর কমান্ডার তোমার বার। ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনে হামলার পরিকল্পনা করছে বলে জানান তিনি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম বলছে, বিমানবাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্র ও স্থানে হামলা করতে প্রস্তুত এবং এ নিয়ে কাজ চলছে।
হুতি আনসারুল্লাহ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত মঙ্গলবার সন্ধ্যায় এইলাত অঞ্চলের বিশেষ স্থানসহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী এমন হুমকি দিল।
হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তাঁরা অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলের আশপাশে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এর মধ্যে এইলাতের উম আল-রাশরাশ এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানও ছিল। এর ২৪ ঘণ্টা পরই একই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তাঁদের সশস্ত্র বাহিনী ড্রোন দিয়ে আরেকটি সামরিক অভিযান চালায়।
সারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে তাঁর বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নিচ্ছে।
তেল আবিব গাজায় হামলা বন্ধ করা না পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলছে, লোহিত সাগরে মার্কিন রণতরি ইউএসএস টমাস হাডনার ইয়েমেনের ভূখণ্ড থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে।
পেন্টাগন নিশ্চিত করেছে, ইউএসএস টমাস হাডনারকে লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছিল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫