আগামী বছরের মধ্যে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। তিনি বলেছেন, যে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ফিলিস্তিনের ভূখণ্ডে যুক্ত রয়েছে, তা প্রত্যাখ্যান করে ২০২৫ সালে পশ্চিম তীর ইসরায়েলের হবে। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ‘হুমকি’রও অবসান ঘটবে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাতে জানা যায়, গতকাল সোমবার স্মোত্রিচ তাঁর নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়নিজম পার্টির এক বৈঠকে এ ঘোষণা দেন।
বৈঠকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান স্মোত্রিচ।
তিনি আরও বলেন, ট্রাম্পের জয় ইসরায়েলের জন্য দারুণ সুযোগ। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে (২০১৭–২১) জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং জুডিয়া ও সামারিয়া (বাইবেলে পশ্চিম তীরের নাম) অঞ্চলে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছিলেন। বাইডেন প্রশাসন আসার আগে পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব প্রয়োগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল। এখন সেই কাজ সম্পন্ন করার সময় এসেছে।
স্মোত্রিচ বলেন, ইসরায়েল ও তার মিত্রদের জোট এবং তাদের বিরোধী উভয় পক্ষই বিশ্বাস করে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি।
ইসরায়েলি বসতির সম্প্রসারণ ও দখলকৃত অঞ্চলে সার্বভৌমত্বের প্রচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করা মন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার হুমকি দূর করার একমাত্র উপায় হলো পশ্চিম তীর ইসরায়েলের দখলে নেওয়া। এ লক্ষ্যে এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেটেলমেন্ট ডিভিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
স্মোত্রিচ আরও বলেন, যদিও কিছু দেশ, বিশেষ করে আরব দেশগুলো এর প্রতিবাদ করতে পারে। এ জন্য ইসরায়েলের পক্ষে সমর্থন এবং স্বীকৃতি লাভে কাজ করছি আমরা।
পরে স্মোত্রিচ এক্স-এ লেখেন, ‘২০২৫—জুডিয়া ও সামারিয়ার ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর।’
গত জুনে স্মোত্রিচ বলেছিলেন, ফিলিস্তিন থেকে পশ্চিম তীরকে অধিকার করা নিয়ে ‘গোপন পরিকল্পনা’ রয়েছে।
এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক আদালত পশ্চিম তীরকে ফিলিস্তিনের ভূখণ্ড বলে রায় দেয়। ওই অঞ্চলে ইসরায়েলের বসতিগুলো অবৈধ ঘোষণা করে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
ইসরায়েলের হিসাব অনুযায়ী, পশ্চিম তীরসহ পূর্ব জেরুজালেমে ৭ লাখ ২০ হাজারেরও বেশি ইহুদি ‘অবৈধ’ বাসিন্দা রয়েছে।
আগামী বছরের মধ্যে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। তিনি বলেছেন, যে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ফিলিস্তিনের ভূখণ্ডে যুক্ত রয়েছে, তা প্রত্যাখ্যান করে ২০২৫ সালে পশ্চিম তীর ইসরায়েলের হবে। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ‘হুমকি’রও অবসান ঘটবে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাতে জানা যায়, গতকাল সোমবার স্মোত্রিচ তাঁর নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়নিজম পার্টির এক বৈঠকে এ ঘোষণা দেন।
বৈঠকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান স্মোত্রিচ।
তিনি আরও বলেন, ট্রাম্পের জয় ইসরায়েলের জন্য দারুণ সুযোগ। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে (২০১৭–২১) জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং জুডিয়া ও সামারিয়া (বাইবেলে পশ্চিম তীরের নাম) অঞ্চলে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছিলেন। বাইডেন প্রশাসন আসার আগে পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব প্রয়োগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল। এখন সেই কাজ সম্পন্ন করার সময় এসেছে।
স্মোত্রিচ বলেন, ইসরায়েল ও তার মিত্রদের জোট এবং তাদের বিরোধী উভয় পক্ষই বিশ্বাস করে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি।
ইসরায়েলি বসতির সম্প্রসারণ ও দখলকৃত অঞ্চলে সার্বভৌমত্বের প্রচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করা মন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার হুমকি দূর করার একমাত্র উপায় হলো পশ্চিম তীর ইসরায়েলের দখলে নেওয়া। এ লক্ষ্যে এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেটেলমেন্ট ডিভিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
স্মোত্রিচ আরও বলেন, যদিও কিছু দেশ, বিশেষ করে আরব দেশগুলো এর প্রতিবাদ করতে পারে। এ জন্য ইসরায়েলের পক্ষে সমর্থন এবং স্বীকৃতি লাভে কাজ করছি আমরা।
পরে স্মোত্রিচ এক্স-এ লেখেন, ‘২০২৫—জুডিয়া ও সামারিয়ার ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর।’
গত জুনে স্মোত্রিচ বলেছিলেন, ফিলিস্তিন থেকে পশ্চিম তীরকে অধিকার করা নিয়ে ‘গোপন পরিকল্পনা’ রয়েছে।
এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক আদালত পশ্চিম তীরকে ফিলিস্তিনের ভূখণ্ড বলে রায় দেয়। ওই অঞ্চলে ইসরায়েলের বসতিগুলো অবৈধ ঘোষণা করে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
ইসরায়েলের হিসাব অনুযায়ী, পশ্চিম তীরসহ পূর্ব জেরুজালেমে ৭ লাখ ২০ হাজারেরও বেশি ইহুদি ‘অবৈধ’ বাসিন্দা রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫